খুবি প্রতিনিধি
প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৩, ০৩:০০ পিএম
অনলাইন সংস্করণ

শিক্ষাজীবন শেষে দেশ ও জাতির অগ্রযাত্রায় অগ্রণী ভূমিকা রাখতে হবে

খুবিতে ১৯ ব্যাচের তিন দিনব্যাপী শিক্ষা সমাপনী উৎসব। ছবি : কালবেলা
খুবিতে ১৯ ব্যাচের তিন দিনব্যাপী শিক্ষা সমাপনী উৎসব। ছবি : কালবেলা

শিক্ষাজীবন শেষে দেশ ও জাতির অগ্রযাত্রায় অগ্রণী ভূমিকা রাখতে হবে বলে মন্তব্য করছেন খুবি উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা। বৃহস্পতিবার (২৬ অক্টোবর) খুলনা বিশ্ববিদ্যালয়ের ১৯ ব্যাচের তিন দিনব্যাপী শিক্ষা সমাপনী উৎসবের উদ্বোধনে তিনি এসব কথা বলেন।

এর আগে সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের হাদী চত্বরে প্রধান অতিথি হিসেবে বেলুন, ফেস্টুন ও পায়রা উড়িয়ে এবং ফিতা কেটে শিক্ষা সমাপনী উৎসবের উদ্বোধন করেন উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা।

শিক্ষাসমাপনী উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে উপ-উপাচার্য বলেন, দীর্ঘ ৪ বছর বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষাজীবন শেষ করে শিক্ষা সমাপনী অনুষ্ঠানে অংশগ্রহণ একটি আনন্দঘন মুহূর্ত। এ আনন্দ ও উৎসাহ নিয়ে নিজেদের মধ্যে পারস্পরিক সম্পর্ক আজীবন ধরে রাখতে হবে। নিজেদের মেধা দিয়ে দেশ ও জাতির উন্নয়নের অগ্রযাত্রা অগ্রণী ভূমিকা পালন করতে হবে। কর্ম ও দক্ষতার মধ্য দিয়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের গৌরব ও ভাবমূর্তি সমুজ্জ্বল রাখতে হবে।’

তিনি বলেন, ‘শিক্ষা সমাপনীর মাধ্যমে প্রাতিষ্ঠানিক শিক্ষার সমাপ্তি ঘটলেও জ্ঞান চর্চা যেন অব্যাহত থাকে।

একইসঙ্গে একজন শিক্ষার্থী হিসেবে শিক্ষা সমাপনী উৎসবের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য, সুনাম ও ভাবমূর্তির দিকেও লক্ষ্য রাখার পরামর্শ দেন তিনি। এ সময় উপ-উপাচার্য ১৯ ব্যাচের এ আয়োজনের সাফল্য কামনা করেন।

আরও বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক পরিচালক প্রফেসর মো. শরীফ হাসান লিমন।

অনুষ্ঠানে সহকারী ছাত্রবিষয়ক পরিচালকরা শিক্ষক ও বিপুলসংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানের পর হেমন্তের মিষ্টি রোদে শিক্ষার্থীরা মেতে ওঠে রঙ উৎসবে। প্রথম দিনের অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে- বিকেল ৩টায় সাংস্কৃতিক অনুষ্ঠান।

উৎসবের দ্বিতীয় দিনে শুক্রবার (২৭ অক্টোবর) সকাল ১০টায় শিক্ষা সমাপনী উৎসব উপলক্ষে আচার্য জগদীশচন্দ্র বসু একাডেমিক ভবনে আলোচনাসভা অনুষ্ঠিত হবে। এদিন বিকেল ৩টা থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। তৃতীয় ও সমাপনী দিন শনিবার (২৮ অক্টোবর) বিকেল ৩টায় মুক্তমঞ্চে কনসার্ট অনুষ্ঠিত হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আবারও পেছাল সালমান শাহ হত্যা মামলার প্রতিবেদন

দিনেদুপুরে ভূমি অফিসে চুরি

খাজরা ইউনিয়নকে ‘মডেল ইউনিয়ন’ করার প্রতিশ্রুতি কাজী আলাউদ্দীনের

এক টেকে ‘জানি না’ গেয়েছিলেন নচিকেতা

বার্সাকে ‘চূড়ান্ত হ্যাঁ’ ইয়ামালের, ত্যাগে মুগ্ধ ফ্লিক

চট্টগ্রামে গোল্ডেন গেইট ইংলিশ স্কুলের এডমিশন ফেস্ট

আমদানির খবরে পেঁয়াজের বাজারে দরপতন

নতুন জোটে এনসিপির সঙ্গী হলো যারা

যারা দ্রুত নির্বাচন চেয়েছিল তারা এখন তা পেছানোর ষড়যন্ত্র করছে : আবু হানিফ

নির্বাচনী কাজে বেসরকারি ব্যাংক কর্মকর্তা নিয়োগ নিয়ে ইসির যে সিদ্ধান্ত

১০

কোহিনূর কেমিক্যাল কোম্পানির ৩৮তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

১১

পাকিস্তানকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশের লিড

১২

এক যুগেরও বেশি সময় ধরে দুস্থদের পাশে শমসের আলী হেলাল

১৩

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পাঁচ নেতাকে শোকজ

১৪

‘বাকসু’ নাম রক্ষা ও নির্বাচনের দাবিতে মহাসড়ক অবরোধ

১৫

সুখবর পেলেন যুবদলের এক নেতা

১৬

নিজ বাড়ি থেকে মুক্তিযোদ্ধা ও তার স্ত্রীর রক্তাক্ত মরদেহ উদ্ধার

১৭

গলার ক্যানসার চেনার ৫ প্রাথমিক লক্ষণ

১৮

লিভারপুলকে নিয়ে বিস্ফোরক অভিযোগ মোহাম্মদ সালাহর

১৯

এবার ২ নেতাকে সুখবর দিল বিএনপি

২০
X