চবি প্রতিনিধি
প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৩, ০৩:৫৬ পিএম
আপডেট : ০৬ নভেম্বর ২০২৩, ০৭:০২ পিএম
অনলাইন সংস্করণ

চবিতে ছাত্রলীগের মিছিল থেকে অর্ধশত বহিরাগত আটক

চবিতে ছাত্রলীগের মিছিল থেকে অর্ধশত বহিরাগত আটক। ছবি : কালবেলা
চবিতে ছাত্রলীগের মিছিল থেকে অর্ধশত বহিরাগত আটক। ছবি : কালবেলা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে শাখা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও সভাপতি প্রার্থী সাদীদ চৌধুরী আসফির নেতৃত্বাধীন মিছিল থেকে প্রায় অর্ধশত বহিরাগতকে আটক করেছে চবি ছাত্রলীগ।

সোমবার (৬ নভেম্বর) দুপুর দেড়টার দিকে তাদের আটক করে বিশ্ববিদ্যালয় প্রক্টরিয়াল বডি ও পুলিশ প্রশাসনের হাতে সোপর্দ করা হয়।

এরপর বিকেল সোয়া ৩টার দিকে মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেয় প্রশাসন।

খোঁজ নিয়ে জানা গেছে, সভাপতি প্রার্থী সাদীদ চৌধুরী আসফি সাবেক চট্টগ্রাম সিটি মেয়র আ. জ. ম. নাসিরের ভাগ্নে।এদিকে আটককারী ছাত্রলীগ নেতাকর্মীরাও নাসিরের নিয়ন্ত্রণাধীন বিভিন্ন পক্ষের অনুসারী বলে জানা গেছে।

শাখা ছাত্রলীগের উপ-প্রচার সম্পাদক, একাকার গ্রুপের নেতা জিয়াউদ্দিন রোহান কালবেলাকে বলেন, ‘আসফি ভাই ভালো একজন ছাত্রলীগ নেতা। তার নামে কোনো বিতর্কও নেই। সে ১৪-১৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। সভাপতি প্রার্থী হিসেবে যোগ্য।’

এ বিষয়ে সভাপতি প্রার্থী সাদীদ চৌধুরী আসফি কালবেলাকে বলেন, ‘জামায়াত-বিএনপির হরতাল-অবরোধের বিরুদ্ধে আমার নেতৃত্বে ক্যাম্পাসে একটি মিছিল হয়েছে। এখানে শাখা চবি ছাত্রলীগ কর্মীদের পাশাপাশি শহর থেকেও আমার কিছু শুভাকাঙ্ক্ষী মিছিলে যুক্ত হয়েছে। কিন্তু তাদের ব্যাপারে বিশ্ববিদ্যালয় প্রশাসনের অনুমতি না নেওয়াটা আমার ভুল হয়েছে।’

তিনি বলেন, ‘এটার জন্য আমি প্রশাসনের কাছে ক্ষমাপ্রার্থী এবং ভবিষ্যতে এইরকম কোনো কাজ আমার দ্বারা হবে না বলে মুচলেকাও দিয়েছি। মুচলেকা নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন শহর থেকে আসা আমার শুভাকাঙ্ক্ষীদের ছেড়ে দিয়েছে।’

বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির ইনচার্জ জয়নুল আবেদীন কালবেলাকে বলেন, ‘দুপুরে প্রায় দুই শতাধিক কর্মী নিয়ে জিরো পয়েন্ট হয়ে শহীদ মিনার পর্যন্ত মিছিল করে আসফি। এরই মধ্যে আমরা খবর পাই, মিছিল থেকে বেশ কয়েকজন বহিরাগতকে আটক করেছে ছাত্রলীগের অন্যান্য নেতাকর্মীরা। পরে প্রক্টরিয়াল বডি ও পুলিশ প্রশাসন প্রায় ৪০ জনের মতো পরিচয় শনাক্ত করে।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মোহাম্মদ নুরুল আজিম সিকদার কালবেলাকে বলেন, ‘বেশ কয়েকজন বহিরাগত ছেলে চবি ছাত্রলীগের সভাপতি প্রার্থী আসফির নেতৃত্বে জামায়াত-বিএনপির অবরোধ কর্মসূচির বিরুদ্ধে মিছিলে অংশ নেয়। এ সময় অন্যান্য ছাত্রলীগ নেতাকর্মীরা তাদেরকে আটক করে আমাদের হাতে সোপর্দ করে। পরে তারা ক্ষমা চেয়ে একটি মুচলেকা দিয়েছে যে, ভবিষ্যতে আর কখনো এরকম কাজ করবে না। যার কারণে, তাদের পরিচয় শনাক্ত করে ছেড়ে দেওয়া হয়।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেরপুরের ঘটনায় ওসি-ইউএনও প্রত্যাহার

নির্বাচনে কারচুপির আশঙ্কা মির্জা আব্বাসের

পাখিরা কেন বৈদ্যুতিক তারে বসতে পছন্দ করে, কেন তারা শক খায় না?

বিএনপির ২৭ নেতাকে দুঃসংবাদ

বাংলাদেশের থাকলেও পাকিস্তানের বিশ্বকাপ বয়কটের সাহস নেই

হাঁস চুরির বিচার করায় ৩ জনকে কুপিয়ে জখম

বঙ্গোপসাগরে ভারত-রাশিয়ার যৌথ সামরিক মহড়ার প্রস্তুতি

আজানের সময় কথা বললে কি মৃত্যুর সময় কালিমা নসিব হবে না?

অতিরিক্ত পুলিশ সুপার হলেন ৪০ কর্মকর্তা

অধ্যাদেশ অনুযায়ী ক্ষুদ্রঋণ গ্রহীতারাও হবেন ব্যাংকের মালিক

১০

রুমিনের পক্ষে প্রচারণা করায় বিএনপির ইউনিয়ন কমিটি স্থগিত

১১

তারেক রহমানের প্রিয় সিনেমা  ‘এয়ার ফোর্স ওয়ান’

১২

শবেবরাত নিয়ে ৫ ভুল ধারণা, সমাধান জানালেন মুফতি আবদুল মালেক

১৩

খালেদা জিয়ার মৃত্যুতে সমবেদনা জানিয়ে ভারতের পার্লামেন্টে নীরবতা পালন

১৪

দুটি আসনে দাঁড়িপাল্লা প্রতীক চায় না জামায়াত

১৫

স্কুলছাত্র নাশিত হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড  ​

১৬

পাকিস্তানের ‘পরিকল্পনা’ ফাঁস!

১৭

জামিন ছাড়াই হত্যা মামলার ৩ আসামিকে ছেড়ে দিল কারা কর্তৃপক্ষ

১৮

জামায়াত নেতা নিহতের ঘটনায় যা বলল বিএনপি

১৯

আয়কর রিটার্ন জমার সময় বেড়েছে

২০
X