কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০২৩, ০৬:৪২ পিএম
অনলাইন সংস্করণ

উচ্চশিক্ষার মানোন্নয়নে জাতীয় ইন্টার্নশিপ নীতিমালা প্রয়োজন: রবীন্দ্র উপাচার্য

রাজশাহী বিশ্ববিদ্যালয় বিজনেস ক্লাবের প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে রবীন্দ্র উপাচার্য। ছবি : সৌজন্য
রাজশাহী বিশ্ববিদ্যালয় বিজনেস ক্লাবের প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে রবীন্দ্র উপাচার্য। ছবি : সৌজন্য

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ডিনস কমপ্লেক্সে রাজশাহী বিশ্ববিদ্যালয় বিজনেস ক্লাবের অষ্টম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত ফ্রেশার্স রিসিপশন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শাহ্ আজম। গত ১০ ডিসেম্বর (রবিবার) অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিজনেস ক্লাবের সভাপতি জনাব পৃথ্বিরাজ প্রধান এবং ক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজ সৌম।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় শিক্ষক ও তরুণ শিক্ষার্থীসহ দুই শতাধিক সুধী অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে নবীন ছাত্রদের সম্মাননা স্মারক, সার্টিফিকেট ও ক্রেস্ট প্রদান করা হয় এবং কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানটি উদযাপন করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শাহ্ আজম বলেন, বাংলাদেশের কৃষিনির্ভর অর্থনীতি পরিবর্তিত হয়ে এখন অনেকটাই নির্ভর করে উৎপাদন এবং সেবা শিল্পের উপর। এই ইন্ডাস্ট্রিগুলোর উন্নয়ন বহুলাংশে নির্ভর করে উপযুক্ত জনসম্পদের সহজলভ্যতার ওপর। উৎপাদন শিল্প এবং সেবা শিল্পের উন্নয়নের জন্য বিশ্ববিদ্যালয়গুলো থেকে সুযোগ্য জনসম্পদ তৈরি ও সরবরাহ করতে পারলেই এ উন্নয়ন অর্থবহ হবে। বিশ্ববিদ্যালয় থেকে যারা প্রচলিত ধারায় ব্যবসায় শিক্ষা গ্রহণ করেছেন, তারা মেধাকে অনেকটাই শাণিত এবং ব্যবসায়ের তাত্ত্বিকজ্ঞান অর্জন করতে সক্ষম হন; কিন্তু কর্মপোযোগী পরিবেশে নিজেকে মেলে ধরার মতো পেশাগত যোগ্যতার ঘাটতি থাকে। তাদের বাস্তবভিত্তিক প্রশিক্ষণ ও জ্ঞানার্জনের পরিবেশ সৃষ্টিতে বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো সমর্থ্য হচ্ছে না। তিনি বলেন, এই সংকটটি কাটিয়ে ওঠা সম্ভব, যদি আমরা আমাদের গ্রাজুয়েটদের উপযুক্ত ইন্টার্নশিপ এর সুযোগ তৈরি করে দিতে পারি। এটি দুঃখজনক যে, বাংলাদেশে ইন্টার্নশিপের সুযোগ অনেকটাই কম এবং ঢাকার বাইরের বিশ্ববিদ্যালয়গুলোর পক্ষে শিক্ষার্থীদের ইন্টার্নশিপের ব্যবস্থা করে দেওয়া আরও কঠিন। ফলে অনেক শিক্ষার্থী এ সুবিধা থেকে বঞ্চিত হন।

উপাচার্য শাহ্ আজম বলেন, দেশের সকল সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে যদি ইন্টার্নশিপ করার সুযোগটি সৃষ্টি করা যায়; তাহলে বিশ্ববিদ্যালয় গ্রাজুয়েটদের প্রত্যেকেই পর্যাপ্ত সুযোগ পাবে। এক্ষেত্রে যদি ইন্টার্নশিপ সংক্রান্ত জাতীয় নীতিমালা প্রণয়ন করা যায় এবং এর বাধ্যবাধকতায় প্রতিষ্ঠানগুলোতে একটি নির্দিষ্ট সংখ্যক শিক্ষার্থীর ইন্টার্নশিপ সুবিধা নিশ্চিত হয়, তাহলেই আমাদের ইন্ডাস্ট্রির যে চাহিদা, সেই চাহিদা অনুযায়ী জনসম্পদ সৃষ্টি এবং সরবরাহ করতে বিশ্ববিদ্যালয়গুলো সক্ষম হবে। শিক্ষার্থীদের পেশাগত দক্ষতার উন্নয়নের জন্য যদি সহশিক্ষামূলক কার্যক্রমকে বিশ্ববিদ্যালয় সমূহের কারিকুলামে অন্তর্ভুক্ত করা যায়, তাহলে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ২০৪১ সালের স্মার্ট বাংলাদেশের যে স্বপ্ন দেখেছেন এবং বাংলাদেশ যে লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছে, তা অর্জন করা সম্ভব হবে। যতদিন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই সুযোগ-সুবিধাগুলো অন্তর্ভুক্ত না করা হবে, ততদিন পর্যন্ত আমাদের এটি অনানুষ্ঠানিকভাবেই অর্জন করতে হবে। সেক্ষেত্রে উপাচার্য মহোদয় শিক্ষার্থীদের প্রতি উদাত্ত আহ্বান জানান, যেভাবে শিক্ষার্থীরা বিজনেস ক্লাব, ডিবেটিং ক্লাবসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনে নিজেদের অন্তর্ভুক্ত করে সামনের চ্যালেঞ্জ মোকাবেলায় নিজেদের গড়ে তুলছেন, তা প্রশংসনীয়। এভাবেই তাদেরকে আরও এগিয়ে যেতে হবে। এক্ষেত্রে রাজশাহী বিশ্ববিদ্যালয় বিজনেস ক্লাবের অবদান তাৎপর্যপূর্ণ বলে তিনি মন্তব্য করেন। উপাচার্য ক্লাবের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে সকল নবীন ক্লাব মেম্বারদের অভিষিক্ত করার মাধ্যমে তাঁর বক্তব্য শেষ করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যৌতুকের জন্য স্ত্রীকে হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড

বাড়ছে ডায়রিয়ার প্রকোপ, শয্যা সংকটে মেঝেতে সেবা নিচ্ছেন রোগীরা

‘জুলাই জাতীয় সনদ’ স্বাক্ষরিত হবে ১৫ অক্টোবর

এক হওয়া ৫ ব্যাংকের কর্মীদের চাকরি নিয়ে প্রেস সচিবের যে বার্তা

যে কারণে গভীর রাতে স্বামীর কবর জিয়ারত করতে যান খালেদা জিয়া

তারেক রহমানের স্মৃতিবিজড়িত বটগাছ যমুনায় বিলীন

সকালে খালি পেটে ভুলেও খাবেন না যে ৭ খাবার

আগামীর বাংলাদেশে চাঁদাবাজি মাদক সন্ত্রাস থাকবে না : নজরুল ইসলাম আজাদ

গ্রামীণ ক্ষুদ্র উদ্যোক্তাদের ১০ কোটি ডলার ঋণ দেবে এডিবি

সামিতকে বেঞ্চে রেখেই ক্যাবরেরার একাদশ

১০

যে ৮ ধরনের মানুষের জন্য কফি খাওয়া বিপদজনক

১১

নির্বাচন নিয়ে কনফিউশনে দুই তথাকথিত সিনিয়র সাংবাদিক : প্রেস সচিব

১২

বজ্রপাত প্রতিরোধে ২০০ তালের চারা রোপণ করল পুলিশ 

১৩

জামায়াত আমিরের সঙ্গে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

১৪

বিশ্বকাপ বাছাইপর্ব থেকে ছিটকে গেলেন রিয়াল মাদ্রিদ তারকা

১৫

আমিরাতে আটক বাকি ২৫ বাংলাদেশি কবে ফিরছেন, জানাল সরকার

১৬

হত্যার পর মা-বাবাকে ঘরের ভেতরে পুঁতে রাখেন ছেলে

১৭

শান্তি রক্ষা মিশন নিয়ে দুঃসংবাদ দিল জাতিসংঘ

১৮

শাবিপ্রবির ২৫ শিক্ষার্থী বহিষ্কার, প্রতিবাদে ক্লাস-পরীক্ষা বর্জন

১৯

পরকীয়া সন্দেহে গলা কেটে স্ত্রীকে হত্যা

২০
X