নোবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৪, ০৯:৩৬ এএম
আপডেট : ৩০ জানুয়ারি ২০২৪, ১০:৩৮ এএম
অনলাইন সংস্করণ

নোবিপ্রবি ছাত্রলীগের কর্মিসভা অনুষ্ঠিত

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সম্মিলিত কর্মিসভায় অংশগ্রহণকারী। ছবি : কালবেলা
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সম্মিলিত কর্মিসভায় অংশগ্রহণকারী। ছবি : কালবেলা

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ছাত্রলীগের সম্মিলিত কর্মিসভা অনুষ্ঠিত হয়েছে। সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধিতে হল-অনুষদ-ইনস্টিটিউটসমূহের কর্মীদের নিয়ে এ সভা করা হয়। সভায় পূর্ণাঙ্গ কমিটি গঠনের ঘোষণা দেন নেতারা।

সোমবার (২৯ জানুয়ারি) বিকেল ৩টায় নোবিপ্রবি শাখা ছাত্রলীগের আয়োজনে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ সম্মিলিত কর্মিসভা অনুষ্ঠিত হয়। শান্তির প্রতীক পায়রা অবমুক্ত ও জাতীয় সংগীত সঙ্গে পতাকা উত্তলের মাধ্যমে কর্মিসভা অনুষ্ঠান শুরু হয়।

বাংলাদেশ ছাত্রলীগ নোবিপ্রবি শাখার সাধারণ সম্পাদক জাহিদ হাসান শুভর সঞ্চালনায় এবং শাখা সভাপতি নাঈম রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মিসভায় বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্রলীগ নোবিপ্রবি শাখা ছাত্রলীগের নেতারা। এ ছাড়াও অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করে বিশ্ববিদ্যালয়ের ড্যান্স ক্লাব। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করে বিশ্ববিদ্যালয়ের মিউজিক ক্লাব ধ্রুপদ।

নোবিপ্রবি শাখা ছাত্রলীগের সভাপতি নাঈম রহমান বলেন, জাতীয় নির্বাচনের পূর্বে আমাদের নোবিপ্রবি ছাত্রলীগের হল, অনুষদ ও ইনস্টিটিউটসমূহের কমিটি অনুমোদন করার কথা থাকলেও বিভিন্ন ব্যস্ততার কারণে কমিটি ঘোষণা করতে পারিনি। আমরা জানি ছাত্রলীগের একজন কর্মী পদবি ছাড়া কতটা অসহায়। তাই আমরা অতিদ্রুত হল, অনুষদ ও ইনস্টিটিউটের কমিটি ঘোষণা করে ছাত্রলীগকে গতিশীল এবং সুসংগঠিত করতে চাই।

বক্তব্যে তিনি আরও বলেন, আমাদের কাছে যোগ্যতার বিচারে সবাই সেরা। তাই আমরা সবকিছু বিবেচনা করে দায়িত্ব প্রদান করব। এতে করে কেউ হতাশ হবেন না। নিজের ওপর বিশ্বাস রেখে সঠিক পথে কাজ করতে হবে। এ ছাড়াও দায়িত্ব পালন অবস্থায় কেউ মাদক, নারীগঠিত বা সন্ত্রাসী কার্যক্রমে সম্পৃক্ত হলে তাকে স্বপদ থেকে অব্যাহতি দেওয়া হবে বলে কঠোর হুঁশিয়ারি দেন তিনি।

শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাহিদ হাসান শুভ বলেন, গত বছরের ১৩ অক্টোবর নোবিপ্রবি শাখা ছাত্রলীগের কমিটি আসার পর থেকেই আমরা আমাদের সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে অতি দ্রুত হল, অনুষদ এবং ইনস্টিটিউটসমূহের কমিটি দেওয়ার উদ্যোগ নিয়েছি। আমরা চেয়েছি যারা আমাদের সঙ্গে জয় বাংলা স্লোগানে ক্যাম্পাস মাতিয়েছে তারা যেন সবাই সাংগঠনিক পরিচয় বহন করতে পারে। তাদেরকে নিয়ে নোবিপ্রবি শাখা ছাত্রলীগ যেন আরও সৃজনশীল কার্যক্রমে এগিয়ে নিতে পারি, তাই দ্রুত সময়ের মধ্যে নোবিপ্রবি ছাত্রলীগের হল, অনুষদ ও ইনস্টিটিউটসমূহের সম্মিলিত কর্মিসভার আয়োজন করেছি।

তিনি আরও বলেন, নোবিপ্রবি ছাত্রলীগের কর্মীরা শুধু রাজনীতি চর্চায় নয় বরং লেখাপড়া, গবেষণা, বিতর্ক, সাংস্কৃতিক অঙ্গনসহ সর্বত্র নিজেদের প্রতিভার বিকাশ ঘটাবে।

কর্মিসভায় শাখা ছাত্রলীগের অন্তর্গত বীর মুক্তিযোদ্ধা আবদুল মালেক উকিল হল শাখার প্রতিষ্ঠাকালীন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হয়। হল শাখার সভাপতি পদে নাজমুল হাসান লিসু ও সাধারণ সম্পাদক পদে আবদুল্লাহ বায়েজিদ তপু নির্বাচিত হয়েছেন৷ অন্যান্য হল, অনুষদ ও ইনস্টিটিউটসমূহের কমিটিগুলোও শিগগিরই ঘোষণা করা হবে বলে জানিয়েছেন শাখা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিসরে সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা পেলেন ট্রাম্প

নেইমারের জন্য এখনও দরজা খোলা রেখেছেন আনচেলত্তি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষ ও প্রফেশনাল কোর্সের সব পরীক্ষা স্থগিত

ইতিহাস গড়ে ফুটবল বিশ্বকাপের টিকিট পেল কেপ ভার্দে

পলিথিনে মোড়ানো শপিং ব্যাগে মিলল নবজাতকের মরদেহ

রোমে ব্রাজিলের প্রেসিডেন্টের সঙ্গে ড. ইউনূসের বৈঠক

কলাবাগানে ডিপ ফ্রিজ থেকে নারীর মরদেহ উদ্ধার

অবশেষে বিশ্বের শীর্ষ নেতাদের উপস্থিতিতে গাজা শান্তিচুক্তি সই

জয়পুরহাট জেলা এনসিপির প্রধান সমন্বয়কের পদত্যাগ

শরীয়তপুরে নির্যাতিত শিশুর পাশে তারেক রহমান

১০

‘ড. তোফায়েলের শূন্যতা বহু দশক অনুভূত হবে’

১১

আওয়ামী লীগ নেত্রী কেকার মরদেহ উদ্ধার

১২

স্থানীয় সমস্যা সমাধানের আশ্বাস আনোয়ারুজ্জামানের

১৩

পূজা পরিষদ ও মহানগর কমিটির প্রত্যাশা / সংকট সমাধানে এক হয়ে কাজ করার নজির অব্যাহত থাকুক

১৪

নির্বাচন বানচালের ষড়যন্ত্রের ব্যাপারে সজাগ থাকতে হবে : পিএনপি

১৫

শেষ ওভারের নাটকীয়তায় প্রোটিয়াদের কাছে বাংলাদেশের হার

১৬

নিষিদ্ধ হওয়া ভিডিও নির্মাতাদের সুখবর দিল ইউটিউব

১৭

জাতিসংঘের ৮০তম বার্ষিকী অনুষ্ঠানে জামায়াতের অংশগ্রহণ

১৮

‘ইংল্যান্ড-অস্ট্রেলিয়াও আমাদের দিনে দাঁড়াতে পারবে না’ 

১৯

রিপন মিয়াকে প্রাণনাশের হুমকি

২০
X