মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) এক ছাত্রীর হলুদের অনুষ্ঠানের আয়োজন করেছেন তার সহপাঠীরা। শনিবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয় সংলগ্ন মাঠে মাভাবিপ্রবির ফার্মেসি বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ঈশিতা রায়ের হলুদ উৎসবের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও ব্যাচের শিক্ষার্থীরা অংশ নেয়। ঈশিতার বান্ধবীরা চিরাচরিত গায়ে হলুদের নিয়মেই উৎসব ও আনন্দে মেতে ওঠে। দলবদ্ধ হয়ে কেউ সেলফি তুলছেন, গানের আসর জমিয়েছে, আবার অনেকে গায়ে হলুদের মঞ্চ সাজাতে ব্যস্ত সময় পার করছেন।
বিয়ের এ আয়োজনে চিরায়ত গায়ে হলুদের মতোই হলুদ সাজ, ওয়ান ডিশ পার্টি, ব্যাচ ডে সেলিব্রেশন, নাচ-গান, মেহেদি, মিষ্টান্ন-ফলমূলসহ বাহারি রকমের খাবার কোনো কিছুরই কমতি ছিল না।
এ বিষয়ে কনে ঈশিতা রায় জানান, ব্যাচের মেয়েদের ভালোবাসায় আমি আপ্লুত! আমাকে এভাবে ওরা সারপ্রাইজ দিবে ভাবতে পারিনি। আমাকে স্পেশাল ফিল করানোর জন্য ওরা সর্বোচ্চটা দিয়েছে।
ভিন্নধর্মী আয়োজন নিয়ে ঈশিতার সহপাঠীরা জানান, ব্যাচে প্রথম কোনো মেয়েকে এভাবে হলুদ দেওয়া হলো। এরকম আরও দিতে চাই।
আগামী ৮ ফেব্রুয়ারি গাজীপুরের নিজ বাড়িতে ডা. সুবীর কুমারের সঙ্গে পারিবারিকভাবে বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হবে ঈশিতা রায়ের।
মন্তব্য করুন