

২০২৫ সাল ভালোবাসা, প্রতিশ্রুতি আর নতুন শুরুর আবেশে মোড়া ছিল বাংলাদেশের তারকাদের। দীর্ঘদিনের সম্পর্ককে পরিণয়ের বন্ধনে বাঁধা, আবার কেউ কেউ নতুন মানুষের হাত ধরে শুরু করেছেন জীবনের নতুন অধ্যায়। ক্যারিয়ারের ব্যস্ততা আর আলো–ছায়ার আড়াল ভেদ করে ব্যক্তিগত জীবনের এই পরিবর্তনগুলো বছরজুড়ে সরগরম রেখেছে দেশীয় তারকা অঙ্গন । এখন ২০২৫ বিদায় নিতে আর মাত্র কয়েকদিন বাকি, এই সময় ফিরে তাকালে দেখা যায়, সাফল্যের পাশাপাশি প্রেম ও পরিণয়ের গল্পেও সমৃদ্ধ ছিল এই এক বছর। সেই আলোচিত প্রেম–পরিণয়ের গল্পগুলোই এবার তুলে ধরা হয়েছে আজকের প্রতিবেদনে।
তাহসান খান - রোজা আহমেদ
২০২৫ সাল অর্থাৎ নতুন বছরের উচ্ছ্বাস পুরোপুরি কাটিয়ে ওঠার আগেই বিনোদন অঙ্গনে নেমে আসে এক চমক—হঠাৎ করেই আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসেন জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান। কোনো পূর্বঘোষণা নয়, কোনো আড়ম্বরপূর্ণ আয়োজনও নয়, গত ৪ জানুয়ারি একান্ত ঘরোয়া পরিবেশে মেকআপ আর্টিস্ট রোজা আহমেদের সঙ্গে জীবনের নতুন অধ্যায় শুরু করেন তিনি।
নীরব এই বিয়ের খবর মুহূর্তেই ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে, শুরু হয় জল্পনা-কল্পনা, আলোচনা আর নানা প্রতিক্রিয়া। ব্যক্তিজীবনের এই সিদ্ধান্ত নিয়ে ভক্তদের কৌতূহলের শেষ নেই। এটি তাহসানের দ্বিতীয় বিয়ে। এর আগে অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলার সঙ্গে তার দাম্পত্য জীবন একসময় ছিল শোবিজ অঙ্গনের আলোচিত অধ্যায়।
২০২৫ সালের শুরুতেই তাহসানের এই হঠাৎ সিদ্ধান্ত যেন বিনোদন জগতে এক নাটকীয় মোড় এনে দিইয়েছিল, যার রেশ এখনো কাটেনি।
মেহজাবীন চৌধুরী - আদনান আল রাজীব
দীর্ঘ ১৩ বছরের নীরব লুকোচুরি, আড়াল আর অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে ভালোবাসা পেল পরিণয়ের নাম।২০২৫ সালের ১৪ ফেব্রুয়ারি অর্থাৎ বিশ্ব ভালোবাসা দিবসের দিনে—নির্মাতা আদনান আল রাজীবের হাত ধরে জীবনের নতুন অধ্যায়ে পা রাখেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন। তবে সেই আবেগঘন মুহূর্তের খবর তারা প্রকাশ্যে আনেন আরও কিছুদিন পর, ২৪ ফেব্রুয়ারি।
দুই পরিবারের সম্মতিতে একান্ত ঘরোয়া আয়োজনে সম্পন্ন হয় তাদের বিয়ের আনুষ্ঠানিকতা। বিনোদন অঙ্গনের সবচেয়ে আলোচিত ও আবেগঘন বিয়ের মধ্যে ছিল এটি একটি।
শবনম ফারিয়া - তানজিম তৈয়ব
প্রথম সংসারের ইতি টানার প্রায় পাঁচ বছর পর চলতি বছরের সেপ্টেম্বরে দ্বিতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসেন অভিনেত্রী শবনম ফারিয়া। দুই পরিবারের ঘনিষ্ঠ সদস্যদের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। ফারিয়ার দ্বিতীয় স্বামী তানজিম তৈয়ব রাজশাহীর বাসিন্দা। দেশের একটি শীর্ষস্থানীয় বেসরকারি ব্যাংকে অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট হিসেবে কর্মরত।
উল্লেখ্য,এর আগে ২০১৮ সালে ভালোবেসে হারুনুর রশীদ অপুকে বিয়ে করেছিলেন শবনম ফারিয়া।
শামীম হাসান সরকার - আফসানা প্রীতি
চলতি বছরের এপ্রিলে বিয়ে করেন ছোট পর্দার অভিনেতা শামীম হাসান সরকার। ফরিদপুরের মেয়ে আফসানা প্রীতিকে বিয়ে করেন অভিনেতা। শামীম বিয়ে নিয়ে হারহামেশাই মজা করতেন বলে তার সত্যিকারের বিয়ের খবর নিয়ে ভক্তরা বেশ ধোঁয়াশায় ছিলেন। পরে সব স্পষ্ট করে দেন অভিনেতা।
জামিল হোসেন - মুনমুন আহমেদ
বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেতা জামিল হোসেন বিয়ে করেছেন চলতি বছরের গত ৬ এপ্রিল। তার স্ত্রীর নাম মুনমুন আহমেদ। তিনিও অভিনয়ে সঙ্গে যুক্ত। স্ত্রী মুনমুনের সঙ্গে একসঙ্গে জুটি বেঁধে বেশ কিছু নাটকে কাজ করেছেন জামিল। সেখান থেকেই দুজনের পরিচয়। আর সেই পরিচয় একটা সময় গড়ায় ভালোলাগায়, এরপরই ঘটে পরিণয়।
রাফায়েল আহসান ও মায়মুনা মম
এদিকে বছরের শেষের দিকে অর্থাৎ ২১ নভেম্বর বিয়ে করেন দেশের জনপ্রিয় নির্মাতা রাফায়েল আহসান ও অভিনেত্রী মায়মুনা মম। খুব অল্প সময়ের প্রেম তারপর পারিবারিক আয়োজনে বিয়ে করেন এই তারকা দম্পতি।
সবকিছু মিলিয়ে বলা যায়, ২০২৫ সাল শুধু বিনোদন নয়—ভালোবাসা আর নতুন শুরুর বছর হিসেবেই স্মরণীয় হয়ে থাকবে দেশের শোবিজ অঙ্গনে। আলো–ক্যামেরার বাইরের এই বাস্তব গল্পগুলো তারকাদের আরও মানবিক করে তুলেছে দর্শকের চোখে। জীবনের নতুন অধ্যায়ে পা রাখা এসব তারকাদম্পতির পথচলা হোক বিশ্বাস, সম্মান আর ভালোবাসায় ভরপুর—এই কামনাই থাকবে ভক্তদের।
মন্তব্য করুন