রাবি প্রতিনিধি
প্রকাশ : ০৭ মার্চ ২০২৪, ০১:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

রাবিতে ভ্রাম্যমাণ দোকানে ছাত্রলীগের চাঁদাবাজির অভিযোগ

গ্রাফিক্স : কালবেলা।
গ্রাফিক্স : কালবেলা।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় ক্যাম্পাসের বিভিন্ন ভ্রাম্যমাণ দোকান থেকে চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে শাখা ছাত্রলীগের চার নেতার বিরুদ্ধে। মঙ্গলবার (৫ মার্চ) বিকেল থেকে বুধবার (৬ মার্চ) রাত পর্যন্ত বিভিন্ন দোকান থেকে তারা চাঁদাবাজি করেছে বলে জানিয়েছেন দোকানিরা।

অভিযুক্ত ছাত্রলীগ চার নেতা হলেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাদেকুল ইসলাম সাদিক, সাবেক সাংগঠনিক সম্পাদক আবিদ আল হাসান লাবণ, নবাব আবদুল লতিফ হল ছাত্রলীগের সহসভাপতি তাশফিক আল তৌহিদ এবং মাদার বখ্শ হলের যুগ্ম সাধারণ সম্পাদক তামিম খান।

এদের মধ্যে লাবণ ও তৌহিদ শাখা ছাত্রলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান বাবুর অনুসারী। অন্যদিকে সাদিক এবং তামিম শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসাদুল্লা-হিল-গালিবের অনুসারী। তবে পুরো বিষয়টি অস্বীকার করেছেন রাবি শাখা ছাত্রলীগের শীর্ষ দুই নেতা।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের ড. মমতাজ উদ্দিন আহমদ একাডেমিক ভবন, ড. মুহম্মদ শহীদুল্লাহ একাডেমিক ভবন, পুরাতন শেখ রাসেল স্কুল মাঠ, কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে বসা অন্তত ১৫টি ভ্রাম্যমাণ দোকান থেকে চাঁদা আদায় করা হয়েছে।

নাম প্রকাশ না করা শর্তে এক ডাব বিক্রেতা বলেন, ‘চার-পাঁচজন লোক এসে তার কাছে ১ হাজার টাকা দাবি করে। কিন্তু তিনি ‘চাঁদা’ দিতে অস্বীকৃতি জানায়। তখন ছাত্রলীগ নেতারা এখানে ব্যবসা করতে হলে টাকা দিতে হবে হুমকি দেন। পরে টাকাও নেন।’

এক খাবার বিক্রেতা বলেন, ‘ছাত্রলীগের কয়েকজন এসে ‘চাঁদা’ দাবি করে। তাদের সবাই আমার পরিচিত। লাবণ ভাই, সাদিক ভাই, তৌহিদ ও তামিম এসেছিল। আমার থেকে ৫০০ টাকা নিয়েছে।’

অভিযোগের ব্যাপারে জানতে চাইলে ছাত্রলীগ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাদেকুল ইসলাম সাদিক, ‘এই রকম কোনো ঘটনার সঙ্গে আমি জড়িত না। বরং আমি আর লাবণ দোকানে দোকানে গিয়ে বলে এসেছি, আমার নামে কেউ চাঁদাবাজি করতে আসলে যেন কল দেয়।’

সাবেক সাংগঠনিক সম্পাদক আবিদ আল হাসান লাবণ বলেন, ‘আমি কয়েকদিন ধরে সারাদিন সভাপতি-সাধারণ সম্পাদকের সঙ্গে ছিলাম। এর আগেও শুনেছি আমার নাম করে কেউ কেউ টাকা আদায় করেছে। তাই কয়েক দোকানিকে বলেছি, যারা আমার নাম করে চাঁদা নিতে আসে তাদের আটকে রেখে আমাকে কল দিতে।’ এ ছাড়া ছাত্রলীগ নেতা তৌহিদ ও তামিমও চাঁদাবাজির বিষয় অস্বীকার করেন।

সার্বিক বিষয়ে শাখা ছাত্রলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান বাবু বলেন, সাদিক, লাবণ ও তৌহিদের মধ্যে কেউ চাঁদাবাজির সঙ্গে জড়িত নয়। তবে তামিম গেছে কিনা আমি জানি না। যদি তাদের বিরুদ্ধে অভিযোগের প্রমাণ পাওয়া যায়, তাহলে তাদের বহিষ্কার করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নুরের নিরাপত্তা বিবেচনায় বিদেশে চিকিৎসার ব্যবস্থা করতে হবে : রাশেদ 

প্রায় ২০০০ কোটি টাকা খরচ করে স্ট্রাইকার কিনছে লিভারপুল

অনার্স চতুর্থ বর্ষের ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার সূচি পরিবর্তন

বিশ্বের মুসলিমদের উদ্দেশে ইরানের প্রেসিডেন্টের বার্তা

সুসজ্জিত গাড়িতে পুলিশ সদস্যের রাজকীয় বিদায়

বিদ্রোহী সরকারের প্রধানমন্ত্রী নিহত, ইয়েমেনের পক্ষে ইরানের হুংকার

চোখের পাতা লাফানো কি অশুভ, নাকি কোনো রোগের লক্ষণ

সিডনিতে রুশ কনস্যুলেটের গেটে গাড়ির ধাক্কা, অতঃপর...

চবি ক্যাম্পাসে সুনসান নীরবতা

মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক ওসমানীর ১০৭তম জন্মবার্ষিকী আজ

১০

ফাইনালে হারের পর সুয়ারেজের বিতর্কিত কাণ্ড!

১১

হাত-পায়ের ৫ লক্ষণে বুঝে নিন লিভারে সমস্যা ভুগছেন কি না

১২

হাসি, বিনা মূল্যের থেরাপি : তিশা

১৩

হল ছাড়ছেন বাকৃবির শিক্ষার্থীরা, আন্দোলনের ঘোষণা একাংশের

১৪

ভিসা নিয়ে ঢাকার মার্কিন দূতাবাসের কঠোর বার্তা

১৫

গোলের বদলে ডিম! পাখির কারণে মাঠছাড়া ফুটবলাররা

১৬

আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি, নিহত বেড়ে ২৫০

১৭

নিজেদের অজান্তেই গাজায় বড় সফলতা পেল ইসরায়েল

১৮

সিইসির সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক দুপুরে

১৯

ইন্দোনেশিয়ায় আইনশৃঙ্খলা বাহিনীর মারমুখী অবস্থান, আন্দোলনে নতুন মোড়

২০
X