জাহিদুল ইসলাম, পাবপ্রবি প্রতিনিধি
প্রকাশ : ০৪ মে ২০২৪, ০৬:৩০ পিএম
অনলাইন সংস্করণ

পাবিপ্রবির আবাসিক হলে সুপেয় পানির সংকট

পাবিপ্রবির হলগুলোতে সুপেয় পানির সংকট দেখা দিয়েছে। ছবি : কালবেলা
পাবিপ্রবির হলগুলোতে সুপেয় পানির সংকট দেখা দিয়েছে। ছবি : কালবেলা

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) ছেলেদের একমাত্র আবাসিক হল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে প্রায় ৬০০ ছাত্র রয়েছে। তবে এত শিক্ষার্থীর বিপরীতে খাবার পানির জন্য আছে মাত্র দুটি টিউবওয়েল। যার একটি টিউবওয়েল গত দুই সপ্তাহ যাবৎ নষ্ট এবং তীব্র গরমের কারণে অন্যটির পানির স্তর নিচে নেমে গেছে। এ অবস্থায় খাবার পানি নিয়ে বিপাকে পড়েছেন শিক্ষার্থীরা। এ সমস্যা সমাধানের জন্য হলে দুটি ব্লকে প্রতি তলায় সুপেয় পানির ফিল্টার লাগানোর দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা জানান, হলে দীর্ঘদিন ধরে খাবার পানির জন্য মাত্র একটি টিউবওয়েল ছিল। নতুন হল প্রভোস্ট আসার পর খাবার পানির সংকটের কথা জানালে রমজানের আগে ওই টিউবওয়েলের পাশে নতুন আরেকটি টিউবওয়েল স্থাপন করেন। কিন্তু নতুন ওই টিউবওয়েলে পানি লবণাক্ত ও পানির সঙ্গে ময়লা ওঠাতে শিক্ষার্থীরা খাবার কাজে সেটি ব্যবহার করেননি। তখন টিউবওয়েলের সমস্যার কথা ইঞ্জিনিয়ারিং দপ্তরে জানানো হলে তারা জানিয়েছিলেন কিছুদিন পানি তুললে এই সমস্যা হবে। কিন্তু ঈদের দীর্ঘ ছুটির পর শিক্ষার্থীরা ওই টিউবওয়েলটি ব্যবহার করতে গেলে দেখে পানি উঠছে না। অন্যদিকে গরমের কারণে হলের পুরাতন টিউবওয়েলটির পানির স্তর নেমে গেছে। ফলে শিক্ষার্থীদের এখন দ্বিগুণ কষ্ট করে ওই টিউবওয়েল থেকে পানি তুলতে হয়।

শিক্ষার্থীরা আরও জানান, পুরাতন টিউবওয়েলটি ছাড়া হলের অন্য কোথাও বিশুদ্ধ খাবার পানির ব্যবস্থা নাই। ডাইনিংয়ে যে পানি খাওয়ানো হয় সেটি আসে হলের ট্যাংকি থেকে। ট্যাংকির পানি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় সাবমারসিবল লাইন থেকে আসলেও দীর্ঘদিন ধরে পানির লাইন ও ট্যাংকিগুলো পরিষ্কার করা হয় না। এতে করে এই পানি পান করলে স্বাস্থ্যঝুঁকি থাকে। ডাইনিংয়ের পানি পান করে শিক্ষার্থীদের বিভিন্ন সময় পেটের অসুখের খবর শোনা গেছে।

তাদের দাবি, খাবার পানির ভোগান্তি কমানোর জন্য ডাইনিংসহ হলের দুই ব্লকের প্রতি তলায় তলায় বিশুদ্ধ পানির ফিল্টার বসানো হলে ভোগান্তি কমবে। এতে করে শিক্ষার্থীরা যেমন নিরাপদ পানি পাবে তেমনি তাদের শ্রম ও সময় বাঁচবে।

নগর ও উন্নয়ন পরিকল্পনা বিভাগের শিক্ষার্থী প্রান্ত হাসান মিলন বলেন, ‘প্রতিদিন খাবার পানি আনতে অনেক কষ্ট করতে হয়। বেশির ভাগ সময়েই পানির জন্য লাইন ধরতে হয়। পাঁচ তলা থেকে পানি নেওয়ার জন্য ওঠানামা কষ্টের কাজ। আবার টিউবওয়েল মাঝে মাঝে নষ্ট হয়ে যায়। যদি প্রতি তলায় তলায় ফিল্টার বসানো হয় তাহলে আমাদের কষ্ট কমে যাবে।’

বাংলা বিভাগের শিক্ষার্থী জহির রায়হান বলেন, ‘হলে পুরাতন টিউবওয়েলটিই বিশুদ্ধ পানির উৎস। এটির পানির স্তর নিচে নেমে যাওয়াতে এখন আমরা ভোগান্তিতে আছি। নতুন টিউবওয়েলটি বসানোর পর সেটিও নষ্ট হয়ে যায়। এ অবস্থায় আমাদের জন্য নিরাপদ খাবার পানি ব্যবহার করা জরুরি হয়ে পড়েছে।’

এ বিষয়ে জানতে চাইলে হল প্রাধ্যক্ষ অধ্যাপক ড. আমিরুল ইসলাম মিরু কালবেলাকে বলেন, ‘আমি আসার পরপরই নতুন একটি টিউবওয়েল বসিয়েছি। কোনো কারণে সেটি নষ্ট হয়ে গেছে। আমি ইঞ্জিনিয়ারিং দপ্তরকে অতি দ্রুত পানির সমস্যা সমাধান করতে বলেছি, সমস্যার সমাধান না হলে আমরা বিকল্প কিছু চিন্তা করব।’

ইঞ্জিনিয়ারিং দপ্তরের বিশ্ববিদ্যালয় প্রকৌশলী (চলতি দায়িত্ব) ফরিদ আহমেদ বলেন, টিউবওয়েলের সমস্যার কথা আমি আজকে জেনেছি। আমরা এটি মেরামত করার ব্যবস্থা করব। আর নিরাপদ পানির জন্য হলে আমরা পানির ফিল্টার বসানোর সিদ্ধান্ত নিয়েছি। আশা করি, দ্রুতই নিরাপদ পানির সমস্যার সমাধান হবে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গর্ভাবস্থায় হাড় শক্ত রাখতে যা করবেন

গুম-খুনের নির্দেশদাতা শেখ হাসিনার বিচার দাবি ডাকসুর

১১ বছর পর বিগব্যাশ মাতাবেন স্টার্ক

চলতি বছর ৫৮০ অগ্নিকাণ্ডের নেপথ্যে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ : ফায়ার সার্ভিস ডিজি

বাগদান সারলেন বিএনপি নেতা ইশরাক, পাত্রী কে

ছেলেকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল বৃদ্ধ মায়ের

গাজা ছেড়ে আরেক দেশে ইসরায়েলের হামলা

মাছের মাথা কেন খাবেন ? জানুন ৭ উপকারিতা

সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য : উপদেষ্টা সাখাওয়াত 

জামায়াতের আমির নির্বাচনের ভোটগ্রহণ চলছে, মনোনীত প্রার্থী যারা

১০

রাজবাড়ী / সাত দিনে অর্ধকোটি টাকার জাল ধ্বংস, ২৭ জনের কারাদণ্ড

১১

হংকং চায়না ম্যাচের আগে যে কথা হয়েছিল তামিম-হামজার

১২

পুকুরপাড়ে পড়ে ছিল নারী গ্রাম পুলিশের মরদেহ

১৩

ইসরায়েলের বিরুদ্ধে কঠোর সিদ্ধান্ত নিল ইন্দোনেশিয়া

১৪

কবে বিদায় নিতে পারে বৃষ্টি জানাল আবহাওয়া অফিস

১৫

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বন্ধ যান চলাচল

১৬

ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়রে চ্যাম্পিয়ন বাংলাদেশের জারিফ

১৭

সাত রুটে অস্ত্র ঢুকছে বাংলাদেশে

১৮

এপেক্স ফুটওয়্যারের মেইনটেনেন্স বিভাগে চাকরির সুযোগ

১৯

শিশুদের ‘নোবেল’ পুরস্কারে মনোনীত মাদ্রাসাছাত্র মাহবুব

২০
X