বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ২ আশ্বিন ১৪৩২
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৪, ০৩:০৯ পিএম
আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৪, ০৩:১৬ পিএম
অনলাইন সংস্করণ

রোমানিয়া পড়তে ইচ্ছুক বাংলাদেশিদের জন্য সুখবর

বাংলাদেশ ও রোমানিয়ার পতাকা। ছবি : সংগৃহীত
বাংলাদেশ ও রোমানিয়ার পতাকা। ছবি : সংগৃহীত

রোমানিয়া পড়তে ইচ্ছুক বাংলাদেশি শিক্ষার্থীরা এখন থেকে ভারতের নয়াদিল্লির রোমানিয়া দূতাবাসের পাশাপাশি ভিয়েতনামের হ্যানয়ের রোমানিয়া দূতাবাস ও থাইল্যান্ডের ব্যাংককের রোমানিয়া দূতাবাসে স্টুডেন্ট ভিসার জন্য আবেদন করতে পারবেন।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের পূর্ব ইউরোপ ও সিআইএস অনুবিভাগ গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রোমানিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নের জন্য মনোনীত বাংলাদেশি শিক্ষার্থীরা এখন থেকে ভারতের নয়াদিল্লির রোমানিয়া দূতাবাসের পাশাপাশি ভিয়েতনামের হ্যানয়ে অবস্থিত রোমানিয়া দূতাবাস ও থাইল্যান্ডের ব্যাংককে অবস্থিত রোমানিয়া দূতাবাসে স্টুডেন্ট ভিসার জন্য আবেদন করতে পারবেন।

রোমানিয়ার বাংলাদেশ দূতাবাস সূত্রে জানা গেছে, দিল্লিতে অবস্থিত রোমানিয়া দূতাবাস যেহেতু বাংলাদেশিদের ভিসা ইস্যু করে থাকে, তাই তাদের এখন রোমানিয়ার ভিসা নিতে গেলে দিল্লি যেতে হয়। কিন্তু ভারত সম্প্রতি বাংলাদেশিদের ভিসা দেওয়া স্থগিত করে। এ কারণে রোমানিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে ৮০০-৯০০ বাংলাদেশি শিক্ষার্থী অফার লেটার পেলেও ভিসা পাওয়া নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়। ভিসা সংকট দ্রুত সমাধানের দাবিতে আবেদন করেন শিক্ষার্থীরা। এ অবস্থায় রোমানিয়ার বাংলাদেশ দূতাবাস দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়, ন্যাশনাল ভিসা সেন্টার, রেক্টরস অ্যাসোসিয়েশনে যোগাযোগ করে ভিসা জটিলতা সমাধানের চেষ্টা করে। ফলে বাংলাদেশের কাছাকাছি থাকা থাইল্যান্ড ও ভিয়েতনামে রোমানিয়া দূতাবাস থেকে বাংলাদেশি শিক্ষার্থীদের ভিসা দিতে রাজি হয়েছে। ফলে এখন থেকে ভিয়েতনামের হ্যানয় এবং থাইল্যান্ডের ব্যাংককে রোমানিয়া দূতাবাস থেকে ভিসা পাওয়া যাবে।

এ বিষয়ে রোমানিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দাউদ আলী কালবেলাকে বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ে ২৭৪ শিক্ষার্থী সরাসরি আবেদন করেছিলেন, যাতে তাদের বিষয়টি দ্রুত সুরাহা করা হয়। কারণ ১ অক্টোবর থেকে তাদের ক্লাস শুরু হবে। এ ছাড়া অনেকে দূতাবাস ও আমাকে ই-মেইলের মাধ্যমে অনুরোধ করেছিলেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা পাওয়ার পর আমরা রোমানিয়ার বিভিন্ন জায়গায় যোগাযোগ করেছি।

রাষ্ট্রদূত বলেন, তাদের বোঝাতে সক্ষম হয়েছি, ভারতের ভিসা বন্ধ থাকায় তারা রোমানিয়ার ভিসার জন্য আবেদন করতে পারছেন না। এ অবস্থায় তারা যেন বাংলাদেশ থেকে কাছাকাছি অবস্থিত তাদের দূতাবাস থেকে ভিসা দেয়। তারা রাজি হয়েছে। ফলে শিক্ষার্থীরা ভারতের পাশাপাশি এখন থাইল্যান্ড ও ভিয়েতনামে অবস্থিত রোমানিয়ার দূতাবাস থেকেও ভিসা নিতে পারবেন।

তিনি বলেন, দীর্ঘদিন যদি ভারতের ভিসা বন্ধ থাকে তাহলে শ্রমিকদের ভিসার দায়িত্ব ওই দুটো দেশে অবস্থিত রোমানিয়ার দূতাবাসের ওপর যেন দেওয়া হয় সে অনুরোধও করা হচ্ছে। এ বিষয়ে কাজ চলমান।

রোমানিয়ার মতো বুলগেরিয়ায় ভর্তিচ্ছু প্রায় ৬০০ শিক্ষার্থীর ভিসা নিয়েও একই সমস্যা হয়েছে। এ ব্যাপারে বুলগেরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে এ সপ্তাহেই বসছে দূতাবাস। তারাও একই ধরনের সমাধান বের করার বিষয়ে ইঙ্গিত দিয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোদির জন্মদিনে ট্রাম্পের ফোন

ক্ষতিগ্রস্ত ঋণগ্রহীতাদের জন্য কেন্দ্রীয় ব্যাংকের বিশেষ ঘোষণা

পাকিস্তানের এশিয়া কাপ অভিযানে নতুন বিতর্ক!

বিএনপি-যুবদলের তিনজনকে অব্যাহতি

রাব্বানীর জিএস পদ অবৈধের সুপারিশে রাশেদের প্রতিক্রিয়া

বাংলাদেশ পুলিশকে চীন দূতাবাসের কম্পিউটার উপহার

নানা কর্মসূচিতে রাজধানীতে বিশ্ব নরসুন্দর দিবস পালিত

সেতু বিভাগের সচিবের জিআইসিসি সম্মেলনে অংশগ্রহণ

জামায়াতের সঙ্গে ইউরোপিয়ান পার্লামেন্টের প্রতিনিধিদলের বৈঠক

ঘুমের মধ্যেই না ফেরার দেশে অস্কারজয়ী রবার্ট রেডফোর্ড

১০

ভাঙ্গায় সরকারি দপ্তরে নাশকতাকারীদের বিচারের দাবিতে বিএনপির শান্তি মিছিল

১১

গলায় বাদাম আটকে নবম শ্রেণির ছাত্রের মৃত্যু

১২

‘ঋণে জর্জরিত মানুষটির চল্লিশা যারা খেলেন, খাবার কীভাবে তাদের পেটে নামল’

১৩

এবার দেশের বাজারে আরও বাড়ল স্বর্ণের দাম

১৪

পৃথক ফৌজদারি ও পারিবারিক আদালত প্রতিষ্ঠা করল সরকার

১৫

আলোচনার মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়ন সম্ভব : গণতন্ত্র মঞ্চ

১৬

শুরুতে ঝড়, শেষে ম্লান বাংলাদেশ

১৭

টাঙ্গাইলে সরকারি চাল উদ্ধার

১৮

১৭ বিয়ে করা সেই বন কর্মকর্তার বিরুদ্ধে মামলা

১৯

অন্তর্বর্তী সরকারের গ্রহণযোগ্যতা প্রশ্নবিদ্ধ হয়েছে : জুলাই মঞ্চ

২০
X