প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) এবং দারুসসালাম বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটি ফলপ্রসূ আলোচনা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (০২ অক্টোবর) সকালে রাজধানীর পিআইবিতে এ আলোচনা অনুষ্ঠিত হয়।
আলোচনায় দারুসসালাম বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. শেখ আসিফ এস মিজান সোমালি ছাত্র-ছাত্রীদের উচ্চতর শিক্ষা ও প্রশিক্ষণে পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফের সহযোগিতা চান।
মহাপরিচালক ফারুক ওয়াসিফ আলোচনা শেষে সম্ভাব্য সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।
উভয়পক্ষের আলোচনা শেষে একে অপরকে ধন্যবাদ জানান এবং অদূর ভবিষ্যতে পুনরায় আলোচনা করার আশা ব্যক্ত করেন। এ আলোচনা উভয় প্রতিষ্ঠানের মধ্যে ভবিষ্যতে সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচন করার সম্ভাবনা তৈরি করেছে।
প্রফেসর ডক্টর শেখ আসিফ এস মিজান প্রথম বাংলাদেশি যিনি বিদেশের একটি বিশ্ববিদ্যালয়ে ভাইস-চ্যান্সেলর নিযুক্ত হয়ে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছেন।
মন্তব্য করুন