

‘দৈনিক আজকের কণ্ঠ’ নাম ব্যবহার করে পত্রিকার ছদ্মবেশে প্রপাগান্ডা মেশিন থেকে ভুয়া খবর ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা শনাক্ত করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) ফ্যাক্ট চেক ও মিডিয়া রিসার্চ টিম বাংলাফ্যাক্ট।
বাংলাফ্যাক্ট জানিয়েছে, ‘দৈনিক আজকের কণ্ঠ’ নামে এই পত্রিকা একটি ছদ্মবেশী প্রপাগান্ডা মেশিন।
তারা বিষয়টি নিশ্চিত করে আরও জানায়, এ পেজটি থেকে বিভিন্ন সময়ে প্রকাশিত পোস্ট পর্যবেক্ষণ করে দেখা গেছে, এতে ভুয়া ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর প্রমাণ রয়েছে। তাদের পর্যবেক্ষণে দেখা গেছে, পেজটি থেকে নিয়মিতভাবে ভুয়া খবর ও অপতথ্য ছড়ানো হচ্ছে, যার লক্ষ্য জনমনে বিভ্রান্তি সৃষ্টি করা।
গত বছর থেকে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম, বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্ট থেকে বাংলাদেশকে জড়িয়ে, অন্তর্বর্তী সরকার, চব্বিশের আন্দোলনে অংশ নেওয়া দল ও সংগঠনের বিরুদ্ধে গুজব ও ভুয়া তথ্য প্রচারের হার বৃদ্ধি পেয়েছে বলে প্রমাণ পেয়েছে ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠানগুলো।
এ পর্যন্ত শত শত বিভ্রান্তিকর তথ্য ও গুজব শনাক্ত করে সেগুলোর সত্যতা উন্মোচন করেছে বাংলাফ্যাক্ট। প্রতিষ্ঠানটি দেশে ভুয়া খবর, অপপ্রচার ও গুজব প্রতিরোধে নিরলসভাবে কাজ করছে এবং জনগণের কাছে সঠিক ও যাচাই করা তথ্য পৌঁছে দেওয়ার দায়িত্ব পালন করে যাচ্ছে।
মন্তব্য করুন