নাশকতার অভিযোগে রাজধানীর মতিঝিল থানায় মামলায় ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লার এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
সোমবার (৭ আগস্ট) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সুলতান সোহাগ উদ্দিন তার এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এদিন তাকে কারাগার থেকে আদালতে হাজির করে পুলিশ। তার উপস্থিতিতে রিমান্ড শুনানি অনুষ্ঠিত হয়। এ সময় আসামিপক্ষ রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করে। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তার জামিন নামঞ্জুর করে এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।
আরও পড়ুন : নুরের বাসা থেকে ছাত্র অধিকারের সভাপতি গ্রেপ্তার
এর আগে গত ২ আগস্ট এ মামলায় তাকে গ্রেপ্তার দেখানো এবং ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা মতিঝিল থানার উপপরিদর্শক খান মনিরুজ্জামান। তার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশিদের আদালত এ মামলায় ইয়ামিনকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। সেইসঙ্গে রিমান্ড শুনানির জন্য ৭ আগস্ট দিন ধার্য করেন।
২০২১ সালে নাশকতার অভিযোগে রাজধানীর মতিঝিল থানায় মামলা হয়। এ মামলায় বিন ইয়ামিন এজাহারনামীয় আসামি ছিলেন।
মন্তব্য করুন