কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৪, ০৩:৪৫ পিএম
আপডেট : ১৮ নভেম্বর ২০২৪, ০৩:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

তিতুমীর কলেজ শিক্ষার্থীদের হামলায় আহত একাধিক ট্রেনযাত্রী

নোয়াখালী থেকে ছেড়ে আসা ‘উপকূল এক্সপ্রেস’ ট্রেনে ইট-পাটকেল নিক্ষেপ করেন তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। ছবি : সংগৃহীত
নোয়াখালী থেকে ছেড়ে আসা ‘উপকূল এক্সপ্রেস’ ট্রেনে ইট-পাটকেল নিক্ষেপ করেন তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। ছবি : সংগৃহীত

রাজধানীর সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে মহাখালীতে শিক্ষার্থীরা সড়ক ও রেলপথ অবরোধ রেখেছেন। শিক্ষার্থীদের এ কর্মসূচি থেকে নোয়াখালী থেকে ছেড়ে আসা ‘উপকূল এক্সপ্রেস’ ট্রেনে ইট-পাটকেল নিক্ষেপ করার ঘটনা ঘটেছে। এতে নারী-শিশুসহ বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন। যাত্রীদের রক্তাক্ত হওয়ার একাধিক ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ট্রেনের ১৬টি বগির সবচেয়ে বেশি হামলার শিকার হয় ‘খ’ নম্বর বগিটি।

সোমবার (১৮ নভেম্বর) দুপুর ১২টার দিকে ট্রেনে হামলা ও ভাঙচুরের এ ঘটনা ঘটে। নোয়াখালী থেকে ছেড়ে আসা ট্রেনটি কমলাপুর রেলস্টেশনের দিকে যাচ্ছিল। সংশ্লিষ্ট সূত্র হামলা ও ভাঙচুরের সত্যতা নিশ্চিত করেছে।

হামলার ঘটনার বেশকিছু ছবি-ভিডিও ছড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। একটি ভিডিওতে দেখা যায়, ট্রেনটি মহাখালী রেলক্রিসিংয়ে আসার পর আন্দোলনকারীদের ভেতর থেকে একদল শিক্ষার্থী ট্রেনকে লক্ষ্য করে ‘মার, মার’ ধ্বনি দিয়ে পাথর নিক্ষেপ শুরু করেন। এতে ট্রেনের কয়েকটি জানালার কাচ ভেঙে যায়। পরে আন্দোলনকারীদের ভেতর থেকে কিছু শিক্ষার্থী এসে তাদের নিভৃত করার চেষ্টা করেন।

এর আগে, এদিন বেলা ১১টার দিকে শিক্ষার্থীরা তিতুমীর কলেজ ক্যাম্পাস থেকে মিছিল বের করেন। মিছিলটি আমতলী মোড় হয়ে বেলা সাড়ে ১১টার দিকে মহাখালী রেলক্রসিং এলাকায় অবস্থান নেয়।

আন্দোলনে আসা এক শিক্ষার্থী বলেন, আমরা চাই আমাদের কলেজকে একটি বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা হোক। আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা এ আন্দোলন বন্ধ করব না।

এদিকে দুপুর সাড়ে ১২টার দিকে ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়। তাদের বিক্ষোভকারীদের সঙ্গে সংলাপ করতে দেখা যায়।

কমলাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জয়নাল আবেদীন সংবাদমাধ্যমকে জানান, তারা হামলার ঘটনা শুনেছেন। তাদের একটি দল ঘটনাস্থলে যাচ্ছে।

এর আগে, চলতি বছরের ২৪ অক্টোবর একই দাবিতে সড়ক অবরোধ করেন তিতুমীরের শিক্ষার্থীরা। সেদিন সকাল থেকে কলেজ ক্যাম্পাসে জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা। পরে কলেজ ক্যাম্পাস থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে মহাখালীর আমতলীতে গিয়ে অবস্থান নেন তারা। এতে মহাখালী, বনানী, গুলশান এলাকায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অভিনয় এখন আত্মপ্রদর্শন হয়ে দাঁড়িয়েছে: সজীব

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা

মালিবাগে শপিং মল থেকে ৫০০ ভরি স্বর্ণ চুরি

মারা গেলেন ৫০৯ ম্যাচ জেতা ফুটবলার

উপদেষ্টা ফাওজুল কবির / ৭২ বছর বয়সে সেফ এক্সিটের কথা ভাবা দুঃখজনক

এবার বিশ্ববাজারে রুপার দামও নতুন উচ্চতায়

বিশ্বকাপের টিকিট নিশ্চিত করল আরও ১ দেশ

কটাক্ষের শিকার দীপিকা

পুরুষের বন্ধ্যত্বের কারণ কী, যেসব খাবার শুক্রাণু বাড়ায়

ইসরায়েলে অস্ত্র বিক্রি বন্ধ করল স্পেন

১০

শুক্রবার ১৬ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

১১

সুখবর দিল আর্টসেল, আসছে তাদের চারটি গান

১২

আজ থেকে নতুন দামে স্বর্ণ বিক্রি শুরু, ভরি কত

১৩

জুবিনের মৃত্যুরহস্যের প্রমাণ জোগাড় করলেন সংগীত পরিচালক 

১৪

বাথরুম থেকে পরিচ্ছন্নতা কর্মীর মরদেহ উদ্ধার

১৫

মেয়ের নাম প্রকাশ্যে আনলেন আরবাজ পত্নী

১৬

শীত কবে নামতে পারে জানালেন বিশেষজ্ঞরা

১৭

জুবিনের মৃত্যুরহস্য, গ্রেপ্তার গায়কের ভাই

১৮

রাতে সরকারি রাস্তার গাছ কেটে সাবাড়

১৯

ঢাকায় বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের বার্তা

২০
X