ভেদরগঞ্জ (শরীয়তপুর) প্রতিনিধি
প্রকাশ : ১০ আগস্ট ২০২৩, ০৮:০৭ পিএম
আপডেট : ১০ আগস্ট ২০২৩, ০৮:১০ পিএম
অনলাইন সংস্করণ

শিক্ষার্থীদের দিয়ে ‘নিজ বাড়ির বাথরুম পরিষ্কার করান’ প্রধান শিক্ষিকা

প্রধান শিক্ষিকা ফাতেমা খাতুন। ছবি : কালবেলা
প্রধান শিক্ষিকা ফাতেমা খাতুন। ছবি : কালবেলা

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার ৪২ নং তারাবুনিয়া বোর্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ফাতেমা খাতুনের বিরুদ্ধে ছাত্রছাত্রীদের দিয়ে নিজের বাড়িতে ঘর ঝাড়ু দেওয়া ও বাথরুম পরিষ্কার করাসহ বাড়ির ব্যক্তিগত কাজ করানোর অভিযোগ উঠেছে। এ ছাড়া প্রধান শিক্ষিকার বিরুদ্ধে নানা অনিয়ম ও স্বেচ্ছাচারিতারও অভিযোগ পাওয়া গেছে।

বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, প্রধান শিক্ষিকা ফাতেমা খাতুন পরীক্ষায় ফেল করানোর ভয় দেখিয়ে ছাত্রছাত্রীদের দিয়ে নিজের বাড়িতে ঘর ঝাড়ু দেওয়া, বাথরুম ও বাগানের গাছ পরিষ্কার করাসহ বিভিন্ন কাজ করান। এসব বিষয়ে অভিভাবকরা প্রধান শিক্ষিকার কাছে জানতে তাদের গালাগাল করে তাড়িয়ে দেন তিনি।

পরে শরীয়তপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভেদরগঞ্জ উপজেলা শিক্ষা অফিসার বরাবর লিখিত অভিযোগ দেন আফসানা বেগম নামে এক অভিভাবক। পাশাপাশি প্রধান শিক্ষিকার অপসারণের দাবিতে শতাধিক অভিভাবক ও শিক্ষার্থী এক হয়ে বিক্ষোভ মিছিলও করেছেন।

এ বিষয়ে পঞ্চম শ্রেণির শিক্ষার্থী জিসান, মোসকান, মিলন, সাফিয়া ও খালিদ হাসানসহ একাধিক ছাত্রছাত্রী অভিযোগ করে বলেন, আমরা প্রাইভেট পড়তে ম্যাডামের বাসায় যাই। কিন্তু তিনি আমাদের দিয়ে তার বাসায় কাজ করান। আমাদের দিয়ে ওনার বাগান, ওয়াশরুম ও পানির টাংকি পরিষ্কার করান। এমনকি মেয়েদের ঘর ঝাড়ু ও মুছতে বলে। আমরা কাজ না করতে চাইলে আমাদের মারধর করে এবং পরীক্ষায় ফেল করানোর ভয় দেখায়। তার থেকে গাইড না কিনলে তিনি আমাদের বকাঝকা করে। ৫০০ টাকার গাইড ৭০০ টাকা নেয়। এই জন্য আমারা এই স্কুলে আর পড়তে চাই না।

অভিভাবক আবু কালাম প্রধানিয়া বলেন, আমার ছেলে স্কুলে পঞ্চম শ্রেণিতে পড়ে। আমার ছেলেকে দিয়ে প্রধান শিক্ষিকা ফাতেমা খাতুন জোর করে ওয়াশরুম পরিষ্কার করিয়েছেন। এ ধরনের আচরণের জন্য তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। আমি সিদ্ধান্ত নিয়েছি আমার বাচ্চাকে এই স্কুল থেকে অন্য কোথাও নিয়ে যাব।

৪২ নং তারাবুনিয়া বোর্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়

স্কুল কমিটির সভাপতি সামিম আহমেদ সরকার বলেন, প্রধান শিক্ষিকার কারণে স্কুলের শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। ২০০৯ সালে ফাতেমা খাতুন স্কুলের দায়িত্বে আসার পর থেকে নানা সমস্যা দেখা দিয়েছে।

স্কুল কমিটির সভাপতি আরও বলেন, এর আগে তিনি আমার স্বাক্ষর জাল করে ভুয়া বিল ভাউচার করে টাকা আত্মসাৎ করেছেন। অভিভাবকরা শিক্ষার্থীদের কোনো সমস্যা নিয়ে তার গেছে গেলে তিনি তাদের সঙ্গে খারাপ ব্যবহার করেন। তার আচরণে সবাই বিরক্ত এলাকাবাসীর ক্ষোভ আরও বেড়ে গেছে। শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার কোনো মানুষই তাকে আর প্রধান শিক্ষক হিসেবে দেখতে চান না।

অভিযোগের বিষয়ে প্রধান শিক্ষক ফাতেমা খাতুন বলেন, স্থানীয় কিছু মানুষ উদ্দেশ্যমূলকভাবে মিথ্যা অপবাদ দিয়ে আমার সম্মানহানি করার চেষ্টা করছে। এসব অভিযোগ মিথ্যা বানোয়াট। আমি এই ধরনের কাজে কখনোই জড়িত ছিলাম না।

এ বিষয়ে জানতে ভেদরগঞ্জ উপজেলা শিক্ষা কর্মকর্তা আ. ছোবাহান মুন্সী বলেন, বিষয়টি নিয়ে আমরা অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যাবস্থা গ্রহণ করা হবে। তদন্ত প্রতিবেদন দুই-এক দিনের মধ্যেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষকের কাছে পাঠানো হবে। এ ছাড়াও বিদ্যালয়টিতে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে খুব শিগগিরিই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল-মামুন বলেন, প্রধান শিক্ষিকার বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ পেয়েছি। উপজেলা শিক্ষা অফিসারকে প্রধান করে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। রিপোর্ট হাতে পেলে তদন্ত সাপেক্ষে ব্যাবস্থা গ্রহণ করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খেলাপিদের নাম-ছবি প্রকাশ ও বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিতে চায় ব্যাংকগুলো

সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সর্বোচ্চ নিরাপত্তা প্রস্তুত : স্বরাষ্ট্র উপদেষ্টা

দাঁড়িপাল্লায় ভোট চাওয়ায় জামায়াত নেতার বাড়িতে আগুন

নির্বাচিত হলে এক মাসের মধ্যে কুমিল্লা বিভাগ ঘোষণা করা হবে : আসিফ

ক্রেতা দেখলেই মরার ভান ভেড়ার, দামে রেকর্ড

‘রাজনীতি আমার ইবাদত, এটা দিয়ে ব্যবসা করার সুযোগ নেই’

শেরপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটি স্থগিত

দেশে ফিরে কোন ব্যাটে খেলবেন সাকিব, জানালেন তারই বন্ধু

ফোনের চার্জিং পোর্টে এই ৫টি জিনিস কখনোই লাগাবেন না

৫ দফা দাবিতে বারির শ্রমিকদের বিক্ষোভ 

১০

গণভোট নিয়ে মাদ্রাসা শিক্ষকদের জন্য জরুরি নির্দেশনা

১১

বিএনপির ১৮ নেতাকর্মী বহিষ্কার

১২

ফোনের ইন্টারনেট স্লো, সহজ ৯ কৌশলে হুহু করে বাড়বে স্পিড

১৩

মধ্যপ্রাচ্যে বহুদিনব্যাপী মহড়ার ঘোষণা যুক্তরাষ্ট্রের

১৪

গণসংযোগকালে জামায়াতের নারী কর্মীর মাথায় কোপ

১৫

জামায়াতে ইসলামী নিয়ে যুবদল নেতার বিস্ফোরক অভিযোগ

১৬

তাসমিয়া কসমেটিকসের পরিবেশক সম্মেলন অনুষ্ঠিত

১৭

ডাকসুর ‘নাগরিক সেবা’ নিয়ে বিতর্ক, চাপ প্রয়োগ করে কক্ষ বরাদ্দের অভিযোগ 

১৮

ঋণ নিয়ে আত্মসাৎ / এস আলম-পি কে হালদারসহ ১৩ জনের বিচার শুরু

১৯

মাদক কারবার নিয়ে সংঘর্ষ, অস্ত্র ও মাদকসহ নারী গ্রেপ্তার

২০
X