কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২৪, ০৩:২১ এএম
অনলাইন সংস্করণ

নারীদের শারীরিক স্বাস্থ্যের সুরক্ষায় ববি ভিসিকে ছাত্রদলের স্মারকলিপি 

বরিশাল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীরা ভিসিকে স্মারকলিপি দেন। ছবি : কালবেলা
বরিশাল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীরা ভিসিকে স্মারকলিপি দেন। ছবি : কালবেলা

নারীদের মানসিক ও শারীরিক স্বাস্থ্যের সুরক্ষাকল্পে তিনটি ছাড়নীতি ও উদ্যোগ গ্রহণের জন্য বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. শুচিতা শরমিনের কাছে স্মারকলিপি দিয়েছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীরা ভিসিকে এ স্মারকলিপি দেন।

স্মারকলিপিতে বলা হয়, শিক্ষা ও কর্মক্ষেত্রে নারীর অংশগ্রহণ ও ক্ষমতাগত ন্যায্যতা বিধান নিশ্চিত করার ক্ষেত্রে নারীর মানসিক ও শারীরিক স্বাস্থ্যের সুরক্ষা একটি গুরুত্বপূর্ণ ইস্যু। আমাদের দেশে নারীর ক্ষমতায়ন নিয়ে নানান আলোচনা ও দৃশ্যগত উদ্যোগ দেখা গেলেও স্বাস্থ্য সুরক্ষার বিষয়ে এখন পর্যন্ত কোন পদক্ষেপ নেওয়া হয়নি। এমনিতেই একজন নারী শিক্ষার্থীকে একজন পুরুষ শিক্ষার্থীর তুলনায় সামাজিকভাবে অতিরিক্ত বাধা অতিক্রম করে এ পর্যায়ে পৌঁছাতে হয়। কিন্তু সুযোগ-সুবিধা প্রদানে তাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য সুরক্ষার দিকটি যথাযথ বলে বিবেচিত হচ্ছে না।

এ সময় বরিশাল বিশ্ববিদ্যালয় উপাচার্য ড. সুচিতা শরমিন বলেন, এর আগেও আমি নারীদের অধিকার রক্ষায় কাজ করেছি। নিরাপদ নারীদের ক্যাম্পাস বিনির্মাণের লক্ষ্যে কাজ করে যাবো।

বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদল কর্মী, সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী মোসা. মরিয়ম এ বিষয়ে বলেন, এমনিতেই একজন নারী শিক্ষার্থীকে একজন পুরুষ শিক্ষার্থীর তুলনায় সামাজিকভাবে অতিরিক্ত বাঁধা অতিক্রম করে এ পর্যায়ে পৌঁছতে হয়। অথচ তারা পুরুষের সাথে তাল মিলিয়ে শিক্ষা ও কর্মক্ষেত্রে সমান অবদান রেখে চলেছে। কিন্তু সে অনুপাতে সুযোগ ও সুবিধা প্রদানে তাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য সুরক্ষার দিকটি যথাযথভাবে বিবেচিত হচ্ছে না বলে মনে করছি আমরা। স্বল্প খরচে বেবি কেয়ার সার্ভিস চালুর ব্যাপারে উদ্যোগ গ্রহণ। অন্তঃসত্ত্বা ছাত্রীদের জন্য এটেন্ডেন্সের হার সর্বোচ্চ ৪০ শতাংশ নির্ধারণ। বিশ্ববিদ্যালয় পর্যায় থেকে এমন উদাহরণ সৃষ্টি করা গেলে সারা দেশেও এর ইতিবাচক প্রভাব পড়বে বলে আমরা আশাবাদী।

ববি সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী ও বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদল কর্মী আজমাইন সাকিব বলেন, বিশ্ববিদ্যালয় জীবনে অনেকেই দেখেছি প্রসূতি থাকাকালীন নিয়মিত ক্লাস পরীক্ষার অংশগ্রহণে বেগ পাচ্ছেন। সন্তানের দেখাশোনার জন্য রেগুলার ক্লাসে পিছিয়ে যাচ্ছেন। নারী স্বাস্থ্য বলতে শুধু প্রজনন স্বাস্থ্যই নয়, সব বয়সের নারীর শারীরিক, মানসিক ও সামাজিক দিক থেকে ভালো থাকাকেই বোঝায়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিশেষ করে নারীদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য নিচে সচেতনতা একান্ত জরুরি।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের জিওলজি এন্ড মাইনিং বিভাগের শিক্ষার্থী সাকিব মিয়া বলেন, পরিবার ও সমাজে প্রচলিত ধারণা, সংস্কৃতি এবং চর্চার কারণে নারী নিজেও তার স্বাস্থ্যকে প্রাধান্য দেয় না। বিশ্ববিদ্যালয়ের নিয়মিত পড়াশোনার পাশাপাশি একজন নারীকে সম্মুখীন হতে হয় নানা প্রতিকূলতার, আমরা সে বিষয়গুলোতে আলোকপাতের চেষ্টা করছি।

মানববন্ধন ও স্মারকলিপি প্রদানকালে আরও উপস্থিত ছিলেন আরিফ হোসাইন শান্ত, মাহমুদ ইমরান, জিহাদ খলিফা, কাফি, রিফাত মাহমুদ, সাজ্জাদ হোসেন, রবিউল খান, হাবিবুর রহমান, মিরাজ, সাকিব মিয়া, রাহিকুল ইসলাম, আরাফাত, রিফাত, শুভ্র, মিধুলসহ প্রমুখ ছাত্রদলের নেতাকর্মী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে এক দিন পর কমলো স্বর্ণের দাম

বাবা হারালেন মোহাম্মদ এ আরাফাত

জুলাই সনদ : ফের ঐকমত্য কমিশনের সভা আয়োজনের দাবি

শুরু হচ্ছে নতুন কুঁড়ির ফাইনাল রাউন্ড

পেন্টাগনকে পারমাণবিক অস্ত্র পরীক্ষার নির্দেশ দিলেন ট্রাম্প

ঐক্যবদ্ধ থাকুন, কেউ উচ্চ আকাঙ্ক্ষা করবেন না : দুদু

প্রেস অ্যাক্রিডিটেশন আপিল কমিটি গঠন

নিখোঁজের ৭ দিন পর আদিবার হাত বাঁধা লাশ উদ্ধার 

‘খাদ্যাভ্যাস আর জীবনযাপন পদ্ধতি পরিবর্তন না আনলে ক্যানসার ঠেকানো কঠিন’

মালদ্বীপে জুমার খুতবা বাংলায় অনুবাদের উদ্যোগ

১০

শ্রেষ্ঠত্বের অগ্রযাত্রা, ডিবিএল সিরামিকসের সেরা ডিলারদের অনুপ্রেরণার গল্প

১১

পাকিস্তান-আফগানিস্তান দ্বন্দ্বে যার পাশে থাকছে ভারত

১২

আধিপত্যবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকবে জাগপা ও আপ বাংলাদেশ

১৩

গেজেট থেকে নাম প্রত্যাহারের আবেদন জুলাই যোদ্ধার

১৪

ঐকমত্যে ব‍্যর্থ হলে ভয়ানক পরিস্থিতির ঝুঁকি দেখছে এবি পার্টি

১৫

মাত্র ১৫ বছর বয়সেই নিজের প্রথম ল্যাম্বরগিনি পেলেন রোনালদোর ছেলে

১৬

জকসুর নির্বাচনী আচরণবিধি তৈরিতে কাজ করছে ইসি

১৭

 দেশেই আছেন ডন-সামিরা 

১৮

স্নাতকের শেষ দিনে দুঃস্থদের খাবার বিতরণ জবি শিক্ষার্থীদের

১৯

মেডিকেল ও ডেন্টালে ভর্তির নীতিমালা প্রকাশ

২০
X