পরিবেশবাদী বেসরকারি প্রতিষ্ঠান এনভোলিড লিমিটেডের উদ্যোগে পরিকল্পনাবিষয়ক একটি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ‘খুলনা এনভোফ্রেম : ক্লাইমেট সল্যুশন ফর সাসটেইনেবল ফিউচার’ শীর্ষক এই প্রতিযোগিতায় শীর্ষ তিনে জায়গা করে নিয়েছে যথাক্রমে ‘ইকো টাইড ভিশনারি’, ‘ইকো ওয়ারিয়র’ এবং ‘কোস্টাল জিও গার্ডিয়ান’।
শনিবার (১২ আগস্ট) খুলনা বিশ্ববিদ্যালয়ে এই প্রতিযোগিতার সমাপনী পর্ব আয়োজিত হয়।
আরও পড়ুন : বিদেশি কোনো শক্তির পরামর্শে বাংলাদেশ চলে না : পররাষ্ট্রমন্ত্রী
খুলনা বিভাগের ২২টি বিশ্ববিদ্যালয় এবং কলেজের শিক্ষার্থীরা দলগতভাবে এই প্রতিযোগিতায় অংশ নেয়। প্রতিযোগিরা টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের সঙ্গে সামঞ্জস্য রেখে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় তার পরিকল্পনা ভিডিও’র মাধ্যমে তুলে ধরেন। প্রতিযোগিতার সহযোগিতায় ছিল ক্লাইমেট পার্লামেন্ট-বাংলাদেশ, আর্থ সোসাইটি এবং টুওয়ার্ডস সাসটেইনেবলিটি।
প্রতিযোগিতার সমাপনী পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি এবং আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য মীর মোস্তাক আহমেদ রবি।
মন্তব্য করুন