জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে নয়টা থেকে ‘ডি’ ইউনিট সামাজিক বিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। প্রথম শিফিটের এ পরীক্ষা চলবে এক ঘন্টা। দ্বিতীয় শিফটের পরীক্ষা শুরু হবে বেলা সাড়ে ৩টায়।
এদিকে পরীক্ষা উপলক্ষে এদিন সকাল থেকেই আসতে থাকেন ভর্তিচ্ছুরা। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নিজস্ব কেন্দ্রে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। ‘ডি’ ইউনিটে মোট আবেদন করেছেন ২৪ হাজার ৯৫৬ জন ভর্তিচ্ছু, বিপরীতে আসন সংখ্যা ৫৯০টি। অর্থাৎ, প্রতি আসনের জন্য লড়বেন ৪২ জন ভর্তিচ্ছু। পরীক্ষায় বহুনির্বাচনি প্রশ্নের জন্য থাকবে ২৪ নম্বর এবং লিখিত পরীক্ষার জন্য থাকবে ৪৮ নম্বর।
পরীক্ষার্থীদের সুবিধার্থে বিশ্ববিদ্যালয় প্রশাসন ক্যাম্পাসের ভেতরে ও বাইরে সুপেয় পানির ব্যবস্থা নিয়েছে। এছাড়া অভিভাবকদের জন্য বাহাদুর শাহ পার্কে ৫০০ চেয়ারের ব্যবস্থা করা হয়েছে। সন্তানদের পরীক্ষা উপলক্ষে উৎকন্ঠায় সময় পার করতে দেখা যায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা অভিভাবকদের।
বরিশালের বাকেরগঞ্জ থেকে সন্তানকে পরীক্ষা দিতে নিয়ে আসা অভিভাবক জি এম হারুনার রশিদ বলেন, ছেলের প্রথম পরীক্ষা ছিলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। আজ দ্বিতীয় পরীক্ষা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের। অনেক পরিশ্রম করেছে। আল্লাহ একটা ভালো রেজাল্ট দেবে ইনশাআল্লাহ।
আরেক অভিভাবক নুরজাহান আক্তার বলেন, মেয়ের পরীক্ষা তাই তাকে সঙ্গে নিয়ে এসেছি। অনেক চিন্তা হচ্ছে। ও চান্স পেলেই খুশি।
মন্তব্য করুন