অবশেষে নীলক্ষেত মোড় ছাড়ল ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত রাজধানীর ৭ সরকারি কলেজের শিক্ষার্থীরা। কর্তৃপক্ষের আশ্বাসে আন্দোলন স্থগিত করেছেন তারা।
রোববার (২৭ আগস্ট) সন্ধ্যা পৌনে ৭টার দিকে আন্দোলনের সমন্বয়ক ও ঢাবি অধিভুক্ত ঢাকা কলেজের ইংরেজি বিভাগের শিক্ষার্থী শাহরিয়ার মাহমুদ অপু আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়ে অবরোধ প্রত্যাহার করেন।
এর আগে সিজিপিএ শর্ত শিথিল এবং তিন বিষয় পর্যন্ত মানোন্নয়ন পরীক্ষা দিয়ে পরবর্তী বর্ষে যাওয়ার (প্রমোশন) সুযোগ চেয়ে দুপুর সোয়া ১২টার দিকে নীলক্ষেত মোড় অবরোধ করেন শিক্ষার্থীরা।
অবরোধ চলাকালে সাত কলেজের ১৫ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েন বলে জানিয়েছে আন্দোলনরত শিক্ষার্থীরা। তার মধ্যে দুজন বিষপান করেছে বলে দাবি তাদের। অসুস্থদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়।
এ বিষয়ে ঢাকা কলেজের শিক্ষার্থী মোশারফ হোসেন কালবেলাকে বলেন, আমাদের অন্তত ১৫ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। আমরা দীর্ঘদিন ধরে আন্দোলন করলেও ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের দাবি মেনে নিচ্ছে না।
এদিকে, যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ। নীলক্ষেত মোড় অবরোধের কারণে মোড়কে ঘিরে সব সড়কের যান চলাচল বন্ধ থাকে। যার কারণে নানাভাবে হয়রানির শিকার হয়েছেন পথচারীরা।
মন্তব্য করুন