কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ মে ২০২৫, ০৯:৩১ পিএম
অনলাইন সংস্করণ

ইস্টার্ন ইউনিভার্সিটির নতুন ভিসি ফরিদ আহমদ সোবহানীর যোগদান

অধ্যাপক ড. ফরিদ আহমদ সোবহানী। ছবি : সংগৃহীত
অধ্যাপক ড. ফরিদ আহমদ সোবহানী। ছবি : সংগৃহীত

অধ্যাপক ড. ফরিদ আহমদ সোবহানী ইস্টার্ন ইউনিভার্সিটির উপাচার্য (ভিসি) হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন।

শনিবার (২৪ মে) তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের অনুমোদনক্রমে তিনি এ পদে নিয়োগ লাভ করেন।

যোগদানের দিন ইস্টার্ন ইউনিভার্সিটির কনফারেন্স রুমে অধ্যাপক ড. সোবহানীকে একটি সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মো. মনিরুজ্জামান মোল্লা, প্রাক্তন ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক মো. শামসুল হুদা, কোষাধ্যক্ষ, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, উপদেষ্টা, রেজিস্ট্রার এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

যোগদানের পূর্বে অধ্যাপক ড. সোবহানী ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (UIU) স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিক্সের অধ্যাপক এবং আন্তর্জাতিক সম্পর্ক ও সহযোগিতা কেন্দ্র (CIAC)-এর পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের অধ্যাপক ও ডিন এবং আন্তর্জাতিক ইসলামিক বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের ব্যবসায় শিক্ষা অনুষদের অধ্যাপক ও ডিন হিসেবেও দায়িত্ব পালন করেন। UIU-তে তিনি এমবিএ প্রোগ্রামের পরিচালক হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

বর্তমানে তিনি দক্ষিণ আফ্রিকার কিম্বারলিতে অবস্থিত পাবলিক বিশ্ববিদ্যালয় ‘সোল প্লাতজে ইউনিভার্সিটি’-এর ইকোনমিকস অ্যান্ড ম্যানেজমেন্ট সায়েন্সেস অনুষদের ভিজিটিং প্রফেসর, অস্ট্রেলিয়ার সিডনিভিত্তিক অস্ট্রেলিয়ান একাডেমি অব বিজনেস লিডারশিপ-এর রিসার্চ ফেলো এবং মালয়েশিয়ার ইউনিভার্সিটি টেকনোলজি মারা (UiTM)-এর অ্যাকাউন্টিং রিসার্চ ইনস্টিটিউটের ভিজিটিং প্রফেসর হিসেবে দায়িত্ব পালন করছেন।

তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় এর কারিকুলাম কমিটি ও বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (BUP)-এর পিএইচডি প্রোগ্রামের এক্সপার্ট মেম্বার ছিলেন। এছাড়া তিনি অস্ট্রেলিয়ান জার্নাল অব অ্যাকাউন্টিং, ইকোনমিক্স অ্যান্ড ফিন্যান্স-এর সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

ড. সোবহানী বাংলাদেশের বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সংগঠন ‘বাংলাদেশ সোসাইটি ফর প্রাইভেট ইউনিভার্সিটি একাডেমিকস (BSPUA)-এর সভাপতি এবং ‘ফেডারেশন অব বাংলাদেশ হিউম্যান রিসোর্স অর্গানাইজেশনস (FBHRO)’-এর সহ-সভাপতির দায়িত্ব পালন করছেন।

শিক্ষাজীবনে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে হিসাববিজ্ঞানে বিবিএ এবং এমবিএ ডিগ্রি অর্জন করেন। পরে বেলজিয়ামের ইউনিভার্সিটি অব এন্টওয়ার্প থেকে প্রকল্প ব্যবস্থাপনায় দ্বিতীয় স্নাতকোত্তর ডিগ্রি এবং মালয়েশিয়ার ইউনিভার্সিটি সায়েন্স মালয়েশিয়া (USM) থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

ড. সোবহানী হিসাববিজ্ঞান, করপোরেট প্রতিবেদন, করপোরেট সামাজিক দায়বদ্ধতা (CSR), মানবসম্পদ ব্যবস্থাপনা এবং নেতৃত্ব বিষয়ে দেশি-বিদেশি স্বীকৃত জার্নালে প্রায় ১০০টি গবেষণা প্রবন্ধ প্রকাশ করেছেন।

তিনি কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার কৃতী সন্তান।

ইস্টার্ন ইউনিভার্সিটি অধ্যাপক ড. সোবহানীর নেতৃত্বে একাডেমিক উৎকর্ষতা এবং প্রাতিষ্ঠানিক অগ্রগতির নতুন দিগন্তে পৌঁছবে—এই প্রত্যাশা ব্যক্ত করছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনজিওর নামে প্রতারণা, আটক ১

কাতারে হামলার পর বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক পদে বিজয়ী হয়েছেন শিবির সমর্থিত জুমা

আসছে চরকির প্রথম ফ্ল্যাশ ফিকশন ‘খুব কাছেই কেউ’ 

জবি ছাত্রলীগের সাবেক সভাপতি শরিফুল গ্রেপ্তার 

কলাবাগানে পড়ে ছিল লুঙ্গি পেঁচানো যুবকের মরদেহ

এশিয়া কাপে বাংলাদেশকে নিয়ে অশ্বিনের বিস্ফোরক মন্তব্য

কেউ আত্মহত্যার কথা ভাবছে কি না বুঝবেন যেভাবে

সংসার ভাঙছে মোনালির, গুঞ্জন নাকি সত্যি?

১৭ বছরে ১৪ বার সরকার পতন হয়েছে নেপালে

১০

দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ১

১১

স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে বড় নিয়োগ, পদ ১৪৩

১২

কাতারে ইসরায়েলি হামলা কি মধ্যপ্রাচ্যের জন্য কোনো সতর্কবার্তা?

১৩

২০২৫ সালের সেরা বিনামূল্যে গান ডাউনলোডার অ্যাপস

১৪

আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে ইনার হুইল ক্লাব জাহাঙ্গীরনগরের শিক্ষা উপকরণ বিতরণ

১৫

ডাকসুর নির্বাচনে ছাত্রদলের পক্ষে পোস্ট দেওয়া সেই ওসি প্রত্যাহার

১৬

ডাকসুর ভিপি, জিএস ও এজিএসের কার বাড়ি কোথায়

১৭

কওমি মাদ্রাসা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মাওলানা শিহাব

১৮

সিলেটে পাহাড় ও টিলা কাটা নিষিদ্ধ ঘোষণা করল প্রশাসন

১৯

বিক্ষোভে অনুপ্রবেশকারীর ঢুকে পড়েছে, দাবি নেপালের জেন-জিদের

২০
X