বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী ও গবেষক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক এমিরেটাস এবং উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা উপাচার্য প্রফেসর ড. এম শমশের আলীর মৃত্যুতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এএসএম আমানুল্লাহ গভীর শোক প্রকাশ করেছেন।
রোববার (৩ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক বার্তায় তিনি এ শোক প্রকাশ করেন।
শোক বার্তায় উপাচার্য বলেন, ড. এম শমশের আলী ছিলেন বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ পরমাণু বিজ্ঞানী এবং একজন নিবেদিতপ্রাণ শিক্ষাবিদ। তার গবেষণা ও শিক্ষা ক্ষেত্রে অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তার মৃত্যু দেশের জন্য এক অপূরণীয় ক্ষতি। তিনি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এবং মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন।
শনিবার (২ আগস্ট) রাত সাড়ে ৩টায় রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন ড. এম শমশের আলী।
মন্তব্য করুন