কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৩, ১০:০২ পিএম
অনলাইন সংস্করণ

ছাত্র না হয়েও জবি ছাত্রলীগের পদ পেলেন এক বহিরাগত

ইউনুস মাতাব্বর। সংগৃহীত ছবি
ইউনুস মাতাব্বর। সংগৃহীত ছবি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ছাত্র না হয়েও ছাত্রলীগের পদ বাগিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে ইউনূস মাতাব্বর নামের এক বহিরাগতের বিরুদ্ধে। শাখা ছাত্রলীগ সভাপতি ইব্রাহিম ফরাজির অনুসারী হিসেবে পরিচিত তিনি। বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী পরিচয় দিয়ে ক্যাম্পাসে নিয়মিত আসা-যাওয়া করলেও আদতে তিনি বিশ্ববিদ্যালয়ের ছাত্রই নন।

জানা গেছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের চলমান ব্যাচগুলোতে ইউনুস মাতাব্বর নামে কোনো শিক্ষার্থীর নাম নেই। বিভাগের নথিপত্রেও এই নামের কোনো শিক্ষার্থী খুঁজে পাওয়া যায়নি। তার পরিচয় দেওয়া ব্যাচের সহপাঠীরাও তাকে ক্লাসে দেখেন না। কয়েকবার বিভাগের করিডোরে তাকে দেখা গেলেও ক্লাস-পরীক্ষাতেও ছিল না তার কোনো উপস্থিতি।

আরও জানা গেছে, ইউনুস মাতাব্বর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের রাজনীতিতে প্রবেশ করেন শাখা ছাত্রলীগের সভাপতি মো. ইব্রাহিম ফরাজির ঘনিষ্ঠ অনুসারী রবিউল ইসলাম রবির মাধ্যমে। দুজনেরই গ্রামের বাড়ি ভোলা জেলায়। একই জেলায় বাড়ি হওয়ায় ইউনুস মাতাব্বরকে তিনি আইন বিভাগ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক পদ পাইয়ে দিতে সুপারিশ করেছেন বলে অভিযোগ উঠেছে। এ ছাড়াও আইন বিভাগ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. রবিউল ইসলামের সঙ্গেও তার সুসম্পর্ক রয়েছে। তার সঙ্গেই ছাত্রলীগের বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করতেন ইউনুস।

আইন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. সরকার আলী আক্কাস ইউনুস মাতাব্বর বিভাগের শিক্ষার্থী না হওয়ার বিষয়টি নিশ্চিত করে সংবাদমাধ্যমকে বলেন, আমি বিষয়টি খতিয়ে দেখেছি। কাগজপত্র যাচাইবাছাই করে দেখেছি ইউনুস মাতাব্বর নামে ২০২০-২১ শিক্ষাবর্ষে কোনো ছাত্র নেই। আর ছাত্রলীগের পদ তো আমরা দেই না। ছাত্রলীগের উচিত ছিল যাচাইবাছাই করে পদ দেওয়া। এখানে বিভাগের কোনো সংশ্লিষ্টতা নেই। আর যেহেতু সে আমাদের বিভাগের শিক্ষার্থী না, তাই আমরা কোনো ব্যবস্থাও নিতে পারব না।

এদিকে বিশ্ববিদ্যালয়ের ছাত্র না হওয়ার পরও বিভাগীয় ছাত্রলীগের সাংগঠনিক পদ পাওয়ায় শাখা ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। নেতাকর্মীরা বলছেন, সভাপতির এলাকার হওয়ায় এবং নিজের দল ভারি করতে বহিরাগতদের ছাত্রলীগের পদায়ন করা হয়েছে।

এ বিষয়ে শাখা ছাত্রলীগের সহসভাপতি পরাগ হোসাইন সংবাদমাধ্যমকে বলেন, এটি ছাত্রলীগের জন্য খুবই লজ্জাজনক। সভাপতির নিজ এলাকা হওয়ার পরেও সে বিশ্ববিদ্যালয়ের ছাত্র কি না তা ভেরিফাই করেনি। এখানে বহিরাগত এনে দল ভারী করার উদ্দেশ্যও থাকতে পারে।

এ বিষয়ে জানতে ইউনুস মাতাব্বরের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। তার ফোন বন্ধ পাওয়া যায়।

আইন বিভাগ ছাত্রলীগের সাধারণ সম্পাদক রবিউল হাসান সংবাদমাধ্যমকে বলেন, ইউনুস বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরিচয় দিয়ে আমাদের সঙ্গে রাজনীতি করে। আমি বিষয়টি সম্পর্কে জানতাম না। কিন্তু সে যে এতো বড় প্রতারণার আশ্রয় নিয়েছে, সেটা আসলে আমাদের জন্য খুবই লজ্জার।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোস্তফা কামাল সংবাদমাধ্যমকে বলেন, ইউনুস যদি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী না হয়ে থাকে, তাহলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। একজন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী না কিন্তু বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী পরিচয় দিয়ে বিশ্ববিদ্যালয়ে অবস্থান করবে, সেটা কখনোই হতে পারে না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অ্যাশেজ সিরিজ : হেডের বিশ্বরেকর্ড, দুদিনেই পার্থ টেস্ট অজিদের

থানায় চিতাবাঘের হানা, ঘাড় কামড়ে নিয়ে গেল পুলিশের কুকুর

সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত

রক্তে জমা বিষাক্ত উপাদান কমাবে ঘরোয়া ৫ খাবার

প্রতিপক্ষের জালে বাংলাদেশ দিল ৫ গোল

বিজয়নগরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

আমাকে ৩টি মৃত্যুদণ্ডের রায় দিয়েও হাসিনার শখ মেটেনি : বাবর

ব্রোকেন হার্ট সিন্ড্রোম

প্রাভা হেলথে বিশ্ব শিশু দিবস উদযাপন

নতুন ভবনের দাবি : কর্মচারীদের ফ্ল্যাটে রাত্রিযাপন ঢাবি শিক্ষার্থীদের

১০

প্রতিদিনের শেভিংয়ের সঙ্গে বেশি বয়সে চোখের সমস্যার সম্পর্ক কতটুকু

১১

হাতি দিয়ে অভিনব কৌশলে চলছে চাঁদাবাজি

১২

সব ক্যাম্পাসে দ্রুত ছাত্র সংসদ নির্বাচনের দাবি ডাকসু ভিপির

১৩

স্বপদে ফিরে বিদায় নিলেন ইমাম, মুসল্লিরা বলছেন ‘ইসলামের সৌন্দর্য’

১৪

নতুন আন্তর্জাতিক টুর্নামেন্ট চালুর ঘোষণা ফিফার

১৫

আগামী নির্বাচনে বাংলাদেশে নতুন ইতিহাস সৃষ্টি হবে : জামায়াত আমির

১৬

ভূমিকম্পের সতর্কবার্তা এখন আপনার স্মার্টফোনেই

১৭

ভূমিকম্পে নিহত বাবা-ছেলের দাফন সম্পন্ন

১৮

গুরুতর চোট পেয়েছেন শ্রদ্ধা কাপুর

১৯

নামের ভুলে কারাবন্দি, অতঃপর...

২০
X