কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৩, ১০:০২ পিএম
অনলাইন সংস্করণ

ছাত্র না হয়েও জবি ছাত্রলীগের পদ পেলেন এক বহিরাগত

ইউনুস মাতাব্বর। সংগৃহীত ছবি
ইউনুস মাতাব্বর। সংগৃহীত ছবি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ছাত্র না হয়েও ছাত্রলীগের পদ বাগিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে ইউনূস মাতাব্বর নামের এক বহিরাগতের বিরুদ্ধে। শাখা ছাত্রলীগ সভাপতি ইব্রাহিম ফরাজির অনুসারী হিসেবে পরিচিত তিনি। বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী পরিচয় দিয়ে ক্যাম্পাসে নিয়মিত আসা-যাওয়া করলেও আদতে তিনি বিশ্ববিদ্যালয়ের ছাত্রই নন।

জানা গেছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের চলমান ব্যাচগুলোতে ইউনুস মাতাব্বর নামে কোনো শিক্ষার্থীর নাম নেই। বিভাগের নথিপত্রেও এই নামের কোনো শিক্ষার্থী খুঁজে পাওয়া যায়নি। তার পরিচয় দেওয়া ব্যাচের সহপাঠীরাও তাকে ক্লাসে দেখেন না। কয়েকবার বিভাগের করিডোরে তাকে দেখা গেলেও ক্লাস-পরীক্ষাতেও ছিল না তার কোনো উপস্থিতি।

আরও জানা গেছে, ইউনুস মাতাব্বর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের রাজনীতিতে প্রবেশ করেন শাখা ছাত্রলীগের সভাপতি মো. ইব্রাহিম ফরাজির ঘনিষ্ঠ অনুসারী রবিউল ইসলাম রবির মাধ্যমে। দুজনেরই গ্রামের বাড়ি ভোলা জেলায়। একই জেলায় বাড়ি হওয়ায় ইউনুস মাতাব্বরকে তিনি আইন বিভাগ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক পদ পাইয়ে দিতে সুপারিশ করেছেন বলে অভিযোগ উঠেছে। এ ছাড়াও আইন বিভাগ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. রবিউল ইসলামের সঙ্গেও তার সুসম্পর্ক রয়েছে। তার সঙ্গেই ছাত্রলীগের বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করতেন ইউনুস।

আইন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. সরকার আলী আক্কাস ইউনুস মাতাব্বর বিভাগের শিক্ষার্থী না হওয়ার বিষয়টি নিশ্চিত করে সংবাদমাধ্যমকে বলেন, আমি বিষয়টি খতিয়ে দেখেছি। কাগজপত্র যাচাইবাছাই করে দেখেছি ইউনুস মাতাব্বর নামে ২০২০-২১ শিক্ষাবর্ষে কোনো ছাত্র নেই। আর ছাত্রলীগের পদ তো আমরা দেই না। ছাত্রলীগের উচিত ছিল যাচাইবাছাই করে পদ দেওয়া। এখানে বিভাগের কোনো সংশ্লিষ্টতা নেই। আর যেহেতু সে আমাদের বিভাগের শিক্ষার্থী না, তাই আমরা কোনো ব্যবস্থাও নিতে পারব না।

এদিকে বিশ্ববিদ্যালয়ের ছাত্র না হওয়ার পরও বিভাগীয় ছাত্রলীগের সাংগঠনিক পদ পাওয়ায় শাখা ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। নেতাকর্মীরা বলছেন, সভাপতির এলাকার হওয়ায় এবং নিজের দল ভারি করতে বহিরাগতদের ছাত্রলীগের পদায়ন করা হয়েছে।

এ বিষয়ে শাখা ছাত্রলীগের সহসভাপতি পরাগ হোসাইন সংবাদমাধ্যমকে বলেন, এটি ছাত্রলীগের জন্য খুবই লজ্জাজনক। সভাপতির নিজ এলাকা হওয়ার পরেও সে বিশ্ববিদ্যালয়ের ছাত্র কি না তা ভেরিফাই করেনি। এখানে বহিরাগত এনে দল ভারী করার উদ্দেশ্যও থাকতে পারে।

এ বিষয়ে জানতে ইউনুস মাতাব্বরের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। তার ফোন বন্ধ পাওয়া যায়।

আইন বিভাগ ছাত্রলীগের সাধারণ সম্পাদক রবিউল হাসান সংবাদমাধ্যমকে বলেন, ইউনুস বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরিচয় দিয়ে আমাদের সঙ্গে রাজনীতি করে। আমি বিষয়টি সম্পর্কে জানতাম না। কিন্তু সে যে এতো বড় প্রতারণার আশ্রয় নিয়েছে, সেটা আসলে আমাদের জন্য খুবই লজ্জার।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোস্তফা কামাল সংবাদমাধ্যমকে বলেন, ইউনুস যদি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী না হয়ে থাকে, তাহলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। একজন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী না কিন্তু বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী পরিচয় দিয়ে বিশ্ববিদ্যালয়ে অবস্থান করবে, সেটা কখনোই হতে পারে না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পিকআপভ্যান চাপায় দুই ভাইসহ নিহত ৩

সিলেটে আ.লীগ নিষিদ্ধের মিছিলে ছাত্রলীগ নেতাকে গণপিটুনি

চবির পঞ্চম সমাবর্তনকে ঘিরে চলছে শেষ প্রস্তুতি

প্রথমবারের মতো হলো ‘বরিশাল ক্যারিয়ার ফেস্ট ২০২৫’

ইনডোর ইস্যুতে টনক নড়েছে এনএসসির

যুদ্ধে ভারত-পাকিস্তানের ক্ষয়ক্ষতির পরিমাণ

ধামরাইয়ে গ্রামবাসীর গণ অর্থায়নে ছাত্রদলের কেন্দ্রীয় নেতা আরিফুলকে সংবর্ধনা

রিয়ালের দুইয়ে দুইয়ে চার মিলে গেছে

তারুণ্যের সমাবেশে পিকআপভ্যানে ঠান্ডা পানি বিতরণ

শিয়ালকোটে বিস্ফোরণের ভিডিও নিয়ে যা জানা গেছে

১০

পাকিস্তান থেকে ফিরে যে অভিজ্ঞতার কথা শোনালেন রিশাদ

১১

যুদ্ধবিরতির এক ঘণ্টা পর আবারও হামলা

১২

ঈশ্বরগঞ্জে ইউএনও এরশাদুলকে বহাল রাখার দাবিতে অবস্থান কর্মসূচি

১৩

ভারত-পাকিস্তানের যুদ্ধবিরতি নিয়ে প্রধান উপদেষ্টার বিবৃতি

১৪

প্রেমিককে মারধর করে প্রেমিকাকে অপহরণের ঘটনায় আটক ৩

১৫

মার্চ টু যমুনার ঘোষণা হাসনাতের

১৬

যুদ্ধবিরতির পর আগামী সপ্তাহেই মাঠে গড়াচ্ছে আইপিএল

১৭

বিএনপি নেতা হানিফ ১৫ বছর পর দেশে ফিরলেন

১৮

ছোট ভাইয়ের বাসায় যাচ্ছেন খালেদা জিয়া

১৯

‘সমন্বিত সড়ক নিরাপত্তায় মিডিয়া ফেলোশিপ’ পেলেন যুগান্তরের ইমন রহমান

২০
X