ফরিদপুর জেলা আওয়ামী লীগের সহসভাপতি, সাবেক সংসদ সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ী এ. কে. আজাদের বাড়িতে চড়াও ও তাকে হুমকির অভিযোগে দায়ের মামলার মির্জা প্রিন্স আলীর (৪৫) নামে এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি জাতীয়তাবাদী প্রবাসী দলের ফরিদপুর জেলার সভাপতি।
সোমবার (০৭ জুলাই) সন্ধ্যায় আটকের বিষয়টি জানিয়েছেন তার ভাই মির্জা আব্দুল মান্নান। তিনি বলেন, সন্ধ্যার দিকে ডিবি পুলিশের একটি দল তার (মির্জা প্রিন্স) সঙ্গে কথা আছে বলে তুলে নিয়ে গেছে।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার মো. শামসুল আজম কালবেলাকে বলেন, মির্জা আলি শান নামে একজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি মামলার ১১ নম্বর আসামি।
এর আগে গত শুক্রবার রাত ১২টা ৫ মিনিটে এ. কে. আজাদের পক্ষে মামলাটি দায়ের করা হয়।
এ. কে. আজাদের বাড়িতে চড়াও ও তাকে হুমকি দেওয়ার অভিযোগ এনে ফরিদপুর মহানগর বিএনপির সদস্য সচিব গোলাম মোস্তফাসহ (৫৫) বিএনপির ১৬ নেতাকর্মীর নাম উল্লেখ করে এ মামলা হয়। এতে অজ্ঞাতপরিচয় আরও ২৫ থেকে ৩০ জনকে আসামি করা হয়েছে।
মন্তব্য করুন