চাঁদাবাজদের জন্য বিএনপিতে মনোনয়নের কোনো দরজা খোলা নেই—এমনই সাফ বার্তা দিলেন নেত্রকোনা-৩ (আটপাড়া-কেন্দুয়া) আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী আমরা বিএনপি পরিবার-এর উপদেষ্টা ইঞ্জিনিয়ার মোস্তফা-ই-জামান সেলিম।
সোমবার (৭ জুলাই) বিকেলে আটপাড়া উপজেলার তেলিগাতী বাজারে তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণের সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
ইঞ্জিনিয়ার সেলিম বলেন, ৫ আগস্টের পর যারা চাঁদাবাজিসহ বিভিন্ন অপকর্মে জড়িয়ে পড়েছেন, তাদের মনোনয়ন দেওয়ার প্রশ্নই ওঠে না। তারেক রহমান স্পষ্ট নির্দেশনা দিয়েছেন—এ ধরনের নেতাকর্মীরা মনোনয়নের বাইরে থাকবেন। বিএনপি জনগণের দল, ক্ষমতার জন্য নয়; মানুষের অধিকার ফিরিয়ে দিতেই বিএনপির রাজনীতি।
তিনি আরও বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার বছরের পর বছর বিএনপি নেতাকর্মীদের মামলা, হামলা, গুম, খুন ও নির্যাতন করেছে। কিন্তু তারেক রহমান ধ্বংস হয়ে যাওয়া রাষ্ট্র মেরামতের জন্য ৩১ দফা কর্মসূচি ঘোষণা করেছেন। তিনি দীর্ঘ ১৬-১৭ বছর ধরে দেশের মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্য সংগ্রাম করে যাচ্ছেন।
ইঞ্জিনিয়ার সেলিম আরও বলেন, তারেক রহমান বলেছেন বিএনপির নেতাকর্মীদের জনগণের কাছে যেতে হবে, তাদের পাশে দাঁড়াতে হবে। বিএনপির শক্তি জনগণ। জনগণের ভালোবাসা অর্জনের মাধ্যমেই আগামীর বাংলাদেশ গড়ে তুলতে চায় বিএনপি।
পরে তিনি দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তেলিগাতী বাজারের বিভিন্ন দোকান ও পথচারীদের মাঝে ৩১ দফা সংবলিত লিফলেট বিতরণ করেন।
এ সময় আটপাড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি খায়রুল কবীর, কেন্দুয়া উপজেলার নওপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মাজহারুল ইসলাম মাজুসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন