নওগাঁ প্রতিনিধি
প্রকাশ : ০৭ জুলাই ২০২৫, ১১:০১ পিএম
অনলাইন সংস্করণ

নওগাঁয় বিএনপি নেতার ১০ হাজার বৃক্ষরোপণ

এলাকাবাসীর হাতে গাছের চারা তুলে দেন ফজলে হুদা বাবুল। ছবি : কালবেলা
এলাকাবাসীর হাতে গাছের চারা তুলে দেন ফজলে হুদা বাবুল। ছবি : কালবেলা

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে নওগাঁয় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। দিনটিকে স্মরণীয় করে রাখতে জেলার বদলগাছী ও মহাদেবপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নে প্রায় ১০ হাজার বৃক্ষরোপণ করা হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল মহাদেবপুর ও বদলগাছী শাখার আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়।

প্রধান অতিথি হিসেবে দুই দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও বদলগাছী উপজেলা বিএনপির সভাপতি ফজলে হুদা বাবুল।

রোববার (৬ জুলাই) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মহাদেবপুর উপজেলার রাইগাঁ, এনায়েতপুর, খাজুর ও চাঁন্দাশ এবং বদলগাছীর সদর ইউনিয়নে বিভিন্ন জাতের প্রায় ৫ হাজার গাছ রোপণ ও বিতরণ করা হয়।

এর আগে গত শনিবার মহাদেবপুরের ৪টি ইউনিয়নে গাছ রোপণের মধ্য দিয়ে কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। এদিন বেলা ১১টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত উপজেলার হাতুড়, সফাপুর, উত্তরগ্রাম ও চেরাগপুর ইউনিয়নে প্রায় ৫ হাজার বিভিন্ন প্রজাতির গাছ রোপণ ও বিতরণ করা হয়।

বৃক্ষরোপণ কর্মসূচিতে মহাদেবপুর উপজেলার এনায়েতপুর ইউনিয়ন কৃষকদলের সভাপতি রেজাউল ইসলাম ও একই উপজেলার হাতুর ইউনিয়ন কৃষকদলের সভাপতি রবিউল ইসলামের সভাপতিত্বে অন্যদের মধ্যে মহাদেবপুর উপজেলা কৃষকদলের সভাপতি সুলতান মামুনুর রশীদ মামুন, সাধারণ সম্পাদক মতিউর রহমান মতিসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপির সকল অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কৃষকদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ফজলে হুদা বাবুল বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন একজন দেশপ্রেমিক ও সফল রাষ্ট্রনায়ক। তিনি ছিলেন কৃষক বান্ধব একজন নিরহংকার নেতা। তিনি অনায়াসে গরিব-দুঃখী মানুষদের আপন করে নিতে পারতেন। তার আদর্শ হৃদয়ে ধারণ করে রাজনীতি করা গর্বের বিষয়।

ফজলে হুদা বলেন, তিনি খাল খনন কর্মসূচি, সবুজ বিপ্লব, শিল্প উন্নয়ন এবং যুগোপযোগী ও আধুনিক অর্থনৈতিক ব্যবস্থা প্রবর্তনের মধ্য দিয়ে স্বনির্ভর বাংলাদেশ প্রতিষ্ঠায় বিশেষ ভূমিকা রাখেন। এছাড়া তার সততা, কর্তব্যনিষ্ঠা ও দেশপ্রেম ছিল অতুলনীয়। তাই আমার রাজনীতি শহীদ জিয়ার রাজনীতি, তারেক রহমানের রাজনীতি, বেগম খালেদা জিয়ার রাজনীতি। দেশ ও সার্বভৌমত্ব রক্ষার রাজনীতি। জনগণের পাশে দাঁড়ানোর রাজনীতি, মানুষের সেবা করার জন্য রাজনীতি করতে এসেছি।

তিনি আরও বলেন, এছাড়া বেঁচে থাকার জন্য আমাদের অক্সিজেনের প্রয়োজন হয়। আর গাছ থেকে এই অক্সিজেন গ্রহণ করে বেঁচে আছি। তাই বেঁচে থাকার প্রয়োজনেও আমাদের প্রত্যেককে একটি করে গাছ লাগানো উচিত বলে আমি মনে করি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ পাল্টা ব্যবস্থা নিলে শুল্ক আরও বাড়ানোর হুমকি দিলেন ট্রাম্প

ড. ইউনূসকে ট্রাম্পের চিঠি  / বাংলাদেশি পণ্যে ৩৫ শতাংশ শুল্ক চাপালো যুক্তরাষ্ট্র

খালেদা জিয়ার কণ্ঠ নকল করে কোটি কোটি টাকা হাতিয়েছে একটি চক্র

৮ জুলাই / সারাদেশে ৬৫ সদস্যের সমন্বয়ক কমিটি গঠন, দাবি আদায়ে সরকারকে ৩ দিনের আলটিমেটাম

ছাত্রলীগের সাবেক সহসভাপতি গ্রেপ্তার

চাঁদার টাকাসহ ছাত্রদল নেতা গ্রেপ্তার, অতঃপর...

না ফেরার দেশে ঢাবি শিক্ষার্থী আহসান

জবি ছাত্রশিবিরের নতুন সভাপতি রিয়াজুল, সেক্রেটারি আরিফ 

মিরপুরে আ.লীগের ফ্যাসিস্ট বলে ২০ লাখ টাকা দাবি, গ্রেপ্তার ৪

যুক্তরাষ্ট্রসহ ৮ দেশে ভোটার নিবন্ধন কার্যক্রম হাতে নিচ্ছে ইসি

১০

৪০০’র দোরগোড়ায় দাঁড়িয়ে কেন থেমে গেলেন মুল্ডার?

১১

নড়াইলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একজন বহিষ্কার

১২

এ. কে. আজাদকে হুমকির মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার

১৩

৫ বছর পর খুবির সেই দুই শিক্ষার্থীর মুক্তি

১৪

ঢাবি ছাত্রদলের ১২ নেতাকে অব্যাহতি

১৫

বাংলাদেশে প্রচলিত আইনেই নির্বাচন হবে : মির্জা আব্বাস

১৬

নওগাঁয় বিএনপি নেতার ১০ হাজার বৃক্ষরোপণ

১৭

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সাবেক সচিব নারায়ণ সাময়িক বরখাস্ত

১৮

গাজীপুরে কবর থেকে কঙ্কাল চুরি

১৯

পুতিন বরখাস্ত করার পরই মন্ত্রীর ‘আত্মহত্যা’

২০
X