

রুশ সরকারের কোটার আওতায় বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য রাশিয়ার বিশ্ববিদ্যালয়গুলোতে উচ্চ শিক্ষার সুযোগ নিয়ে ঢাকার রাশিয়ান হাউসে একটি শিক্ষা সেমিনার ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) অনুষ্ঠিত সেমিনারে রাশিয়ান হাউসের নতুন পরিচালক আলেকজান্দ্রা এ. খলেভনইয়ার নিজ পরিচিতি দেন।
সেমিনারে রাশিয়ার নামকরা বিশ্ববিদ্যালয় থেকে প্রাক্তন শিক্ষার্থী, ১০০ জনেরও বেশি স্থানীয় আবেদনকারী এবং রাশিয়ায় অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীরা অনলাইনে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে রাশিয়ান সরকারের বৃত্তি কর্মসূচির বিস্তারিত তুলে ধরা হয়।
আলেকজান্দ্রা জানান, ২০২৬-২৭ শিক্ষাবর্ষের জন্য বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বৃত্তির সংখ্যা বাড়িয়ে ২০০ করা হয়েছে, যা পাঁচ বছর আগে ছিল মাত্র ৬৫টি। এই বৃদ্ধি বাংলাদেশের মানবসম্পদ উন্নয়ন এবং শিক্ষা ও বিজ্ঞানে দুই দেশের সহযোগিতা জোরদার করার ক্ষেত্রে রাশিয়ার প্রতিশ্রুতি প্রকাশ করে।’
তিনি বলেন, ‘আমাদের লক্ষ্য প্রতিভাবান বাংলাদেশি শিক্ষার্থীদের রাশিয়ার বিশ্ববিদ্যালয়গুলোতে পড়াশোনার সুযোগ দেওয়া, যাতে তারা দেশে ফিরে বাংলাদেশের উন্নয়নে অবদান রাখতে পারেন।’
আগ্রহী আবেদনকারীদের গত ১৫ সেপ্টেম্বর থেকে আগামী ১৫ জানুয়ারি পর্যন্ত https://education-in-russia.com প্ল্যাটফর্মের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। আবেদনের জন্য বৈধ পাসপোর্ট, শিক্ষা সনদ বা ডিপ্লোমা এবং সর্বশেষ একাডেমিক ট্রান্সক্রিপ্ট আপলোড করতে হবে। সংক্ষিপ্ত তালিকাভুক্ত প্রার্থীদের পরবর্তী সময় মেডিকেল ফিটনেস সার্টিফিকেট জমা দিতে হবে। নির্বাচন প্রক্রিয়ায় একাডেমিক ফলাফল, অলিম্পিয়াডে অংশগ্রহণ এবং বিজ্ঞান, ক্রীড়া বা সৃজনশীল প্রতিযোগিতায় অর্জন বিবেচনা করা হবে। নির্বাচন কমিটিতে রাশিয়ান হাউস, রাশিয়ান দূতাবাস এবং রাশিয়ান বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা থাকবেন।
শিক্ষার্থীরা আইটি, ইঞ্জিনিয়ারিং, পদার্থবিজ্ঞান, রসায়ন, অর্থনীতি, আইন, কৃষি, স্থাপত্য, অভিনয়, নৃত্যকলা, সঙ্গীতসহ বিভিন্ন ক্ষেত্রে ভোকেশনাল ও টেকনিক্যাল প্রোগ্রাম, স্নাতক, স্নাতকোত্তর, পিএইচডি এবং স্বল্পমেয়াদি পেশাগত উন্নয়ন কোর্সের জন্য আবেদন করতে পারবেন। পোর্টালে ৪০০টিরও বেশি রাশিয়ান বিশ্ববিদ্যালয়ের ১৬ হাজারটির বেশি প্রোগ্রাম রয়েছে।
এ ছাড়া সেমিনারে ঘোষণা করা হয় যে, আগামী ২৭ অক্টোবর থেকে রাশিয়ান হাউসে সেন্ট পিটার্সবার্গ স্টেট ইউনিভার্সিটির একজন প্রশিক্ষকের তত্ত্বাবধানে বিনামূল্যে রুশ ভাষার কোর্স শুরু হবে। ঢাকার রাশিয়ান হাউস প্রোগ্রাম নির্বাচন, নথি প্রস্তুতি এবং ভাষা কোর্সের বিষয়ে আগ্রহী শিক্ষার্থীদের সহায়তা প্রদান করছে।
এই উদ্যোগ বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে শিক্ষাগত সম্পর্ককে আরও গভীর করবে এবং বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য আন্তর্জাতিক মানের শিক্ষার সুযোগ বৃদ্ধি করবে বলে আশা করা হচ্ছে বলে জানান আলেকজান্দ্রা।
মন্তব্য করুন