

ইউক্রেনের জাপোরিঝঝিয়া অঞ্চলে রাশিয়ার ড্রোন হামলায় এক তরুণ নিহত হয়েছেন বলে জানিয়েছে ইউক্রেনীয় কর্তৃপক্ষ। বুধবার আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
জাপোরিঝঝিয়া অঞ্চলের জাতীয় পুলিশের প্রেস সার্ভিসের বিবৃতিতে বলা হয়, রুশ বাহিনী ড্রোন ব্যবহার করে ওই অঞ্চলের একাধিক বসতিতে হামলা চালায়। বারভিনিভকা এলাকায় ড্রোন হামলায় ২১ বছর বয়সী এক তরুণ মারাত্মক আহত হন এবং পরে তার মৃত্যু হয়। একই ঘটনায় ১৯ বছর বয়সী আরেক তরুণ আহত হয়েছেন।
পুলিশ আরও জানায়, কুশুহুম এলাকায় একটি ড্রোন একটি মিনিবাসে আঘাত হানে। তবে ওই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ইউক্রেনীয় কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ড্রোন হামলায় বেসামরিক এলাকাগুলো লক্ষ্যবস্তু হওয়ায় নিরাপত্তা পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠেছে।
মন্তব্য করুন