প্রায় সাত বছর পর অনুষ্ঠিত হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রলীগের ২৬তম বার্ষিক সম্মেলন। ছাত্রলীগের এ ইউনিটের নেতৃত্ব দিতে প্রদপত্যাশী নেতারা ইতিমধ্যে দৌঁড়ঝাপ শুরু করেছেন। কেন্দ্রীয় ও স্থানীয় প্রভাবশালী নেতাদের কাছে ধরনা দিচ্ছেন অনেকে। তবে, প্রদপত্যাশী নেতাদের মধ্যে কাজী আমিনুল হক লিংকন বিবাহিত ও এক সন্তানের জনক বলে অভিযোগ উঠেছে। বিবাহিত ও সন্তানের জনক হয়েও রাবি শাখা ছাত্রলীগের সভাপতি প্রার্থী হওয়ায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস জুড়ে নেতাকর্মীদের মধ্যে চলছে আলোচনা-সমালোচনা।
সূত্র জানায়, অভিযুক্ত ছাত্রলীগ নেতা কাজী আমিনুল হক লিংকন বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ২০১১-১২ সেশনের শিক্ষার্থী। তার গ্রামের বাড়ি রাজশাহী বিশ্ববিদ্যালয় সংলগ্ন মেহেরচণ্ডিতে। তার স্ত্রীর নাম রিফা। তিনিও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা ও সঙ্গীত বিভাগের সাবেক শিক্ষার্থী।
এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের এক নেতা কালবেলাকে বলেন, বিবাহিত হয়েও একজন ছাত্রলীগে কেমনে রাজনীতি করে এটি আমার বোধগম্য নয়। এটি গঠনতন্ত্র বিরোধী। তার সম্পর্কে বিস্তারিত খোঁজ নেওয়ার জন্য কেন্দ্রীয় ছাত্রলীগকে আমরা আহ্বান জানাব।
এ বিষয়ে জানতে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের পদপ্রত্যাশী নেতা কাজী আমিনুল হক লিংকনকে একাধিকবার ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেননি।
কেন্দ্রীয় ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেনকে ফোন দিলে তিনিও ফোন রিসিভ করেননি। তবে, কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান এ বিষয়ে অবগত নন বলে কালবেলাকে জানান।
মন্তব্য করুন