আহ্ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. মাহবুবুর রহমান বাকু ইন্টারন্যাশনাল আর্কিটেক্ট অ্যাওয়ার্ড পেয়েছেন।
ড. মো. মাহবুবুর রহমান ‘সিটি অফ এন আর্কিটেক্ট’ বইয়ের জন্য এ পুরষ্কার পেলেন। প্রতি চার বছর পরপর আজারবাইজান ইউনিয়ন অব আর্কিটেক্টস এ পুরস্কারটি দিয়ে থাকে।
এ বইটিতে নর্থ সাউথ ইউনিভার্সিটি ও ইউনিভার্সিটি টেকনলোজি মালয়েশিয়ার স্থাপত্য বিভাগের ছাত্রছাত্রীদের করা ঢাকার ঐতিহ্যবাহী স্থাপনার ওপর ১৬৩টি স্কেচ স্থান পেয়েছে। স্কেচগুলো একজন পরিব্রাজকের দৃষ্টিকোণ থেকে তুলে ধরা হয়েছে। ৩৭১ পাতার এ বইটি ২০১১ সালে ডেল-ভিস্তা ফাউন্ডেশন প্রকাশ করে যার কিয়দংশ ২০০৬ সালে দ্য ডেইলি স্টারে ধারাবাহিকভাবে প্রকাশিত হয়েছিল।
মন্তব্য করুন