জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছেন।
আজ শনিবার (২ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জাতির পিতার ম্যুরালে এ শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।
এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, ইনস্টিটিউটের পরিচালক, প্রভোস্ট, বিভাগীয় চেয়ারম্যান, শিক্ষক-শিক্ষিকা, প্রক্টর, ছাত্রছাত্রী, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, নীল দল, কর্মকর্তা, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ উপস্থিত ছিলেন।
এরপর জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের পক্ষ থেকে একে একে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।
প্রসঙ্গত, গত ৩০ নভেম্বর রাষ্ট্রপতির অনুমোদনক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখার এক অফিস আদেশের মাধ্যমে জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন, ২০০৫ এর ১০(১) ধারা অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ও সামাজিকবিজ্ঞান অনুষদের সাবেক ডিন অধ্যাপক ড. সাদেকা হালিমকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে পরবর্তী চার বছরের জন্য নিয়োগ প্রদান করা হয়। অধ্যাপক ড. সাদেকা হালিম বিশ্ববিদ্যালয়ের ষষ্ঠ উপাচার্য এবং বিশ্ববিদ্যালয়ের প্রথম নারী উপাচার্য।
মন্তব্য করুন