রাজধানীর সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ হামিদা আলীর ৮৬তম জন্মবার্ষিকী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে স্কুলে বিশেষ দোয়ার আয়োজন করা হয়। অনুষ্ঠানে হামিদা আলী উপস্থিত ছিলেন।
দোয়ার পর আলোচনা পর্বে অংশ নেন সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সদস্য মনিমুন নাহার, এসপিএসসি মালিবাগের অধ্যক্ষ কর্নেল (অব.) মো. শামসুল আলম, উপাধ্যক্ষ জেরিনা ফেরদৌস, উপাধ্যক্ষ শাহনাজ বেগম।
সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজের প্রধান অর্থ কর্মকর্তা মো. সাখাওয়াত উল্লাহসহ কয়েকশ শিক্ষক জন্মদিনের অনুষ্ঠানে যোগ দেন। কেক কাটার পর অধ্যক্ষ হামিদা আলীর জীবনালেখ্য ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে উৎসব শেষ হয়।
১৯৩৭ সালের ৯ জুলাই ময়মনসিংহের ত্রিশালে জন্মগ্রহণ করেন হামিদা আলী। তিনি বহু শিক্ষাপ্রতিষ্ঠান, সমাজসেবামূলক প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে অধ্যক্ষের দায়িত্বে ছিলেন। কারাতে, হ্যান্ডবলসহ দেশে-বিদেশে নারী খেলোয়াড়দের পাশে থেকে ক্রীড়া সংগঠকের দায়িত্ব পালনের কৃতিত্বও রয়েছে এই শিক্ষাবিদের।
মন্তব্য করুন