ঢাবি প্রতিনিধি
প্রকাশ : ০৫ মার্চ ২০২৪, ০২:৪৩ পিএম
আপডেট : ০৫ মার্চ ২০২৪, ০৪:০৫ পিএম
অনলাইন সংস্করণ

যৌন হয়রানি প্রতিরোধে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে : ঢাবি ভিসি

ঢাবি ভিসির সঙ্গে মতবিনিময় করেছে মহিলা পরিষদ। ছবি : কালবেলা
ঢাবি ভিসির সঙ্গে মতবিনিময় করেছে মহিলা পরিষদ। ছবি : কালবেলা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এ এস এম মাকসুদ কামাল জানিয়েছেন, যৌন হয়রানি ও নিপীড়নের ঘটনা প্রতিরোধে বিশ্ববিদ্যালয়ে সচেতনতামূলক প্রচারের জন্য ইতোমধ্যে কিছু পদক্ষেপ গ্রহণ করা হয়েছে এবং কিছু কার্যক্রমের পরিকল্পনা বিবেচনায় আছে।

মঙ্গলবার (৫ মার্চ) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কার্যালয় লাউঞ্জে বাংলাদেশ মহিলা পরিষদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি একথা জানান।

তিনি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার পরিবেশ এবং বিশ্ববিদ্যালয় চত্বরে যৌন হয়রানি ও নিপীড়ন দূর করার লক্ষ্যে কার্যকর পদক্ষেপ গ্রহণের আশ্বাস প্রদান করেছেন।

সভায় মহিলা পরিষদের প্রতিনিধিরা বলেন, বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি ও নিপীড়নের ঘটনা প্রতিরোধ ও প্রতিকারের লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি ও নিপীড়ন নিরোধকল্পে অভিযোগ কমিটি থাকলেও অভিযোগ কমিটি কর্তৃক ঘটনার বিষয়ে তদন্তের প্রেক্ষিতে গৃহীত সুপারিশ অনেক সময় বাস্তবায়ন হয় না। ফলে বিশ্ববিদ্যালয়ের মতো প্রতিষ্ঠানে যৌন হয়রানি ও নিপীড়নের ঘটনার পুনরাবৃত্তি ঘটছে। এ ধরনের ঘটনায় একদিকে যেমন ঘটনার শিকার শিক্ষক-শিক্ষার্থীর মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে, তেমনি বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক শিক্ষার পরিবেশ ব্যাহত হচ্ছে, যা নারীর ক্ষমতায়নে অন্তরায় ও প্রতিবন্ধকতা সৃষ্টি করছে।

সভায়, সংগঠনটির প্রতিনিধিরা উপাচার্যের কাছে বেশকিছু দাবি জানান। সেগুলো হলো- যৌন হয়রানি ও নিপীড়নের ঘটনা প্রতিরোধে প্রতিটি অনুষদে যৌন হয়রানি ও নিপীড়ন নিরোধকল্পে কমিটি গঠন করা; প্রতিটি অনুষদের ডিন, অনুষদের প্রতিটি বিভাগের ছাত্রছাত্রী কাউন্সিলর, ছাত্রছাত্রীদের নিয়ে যৌন হয়রানি ও নিপীড়ন প্রতিরোধে নিয়মিত কর্মশালার আয়োজন করা; ২০০৯ সালে মহামান্য হাইকোর্ট বিভাগ কর্তৃক নির্দেশনামূলক রায়ে যে বিষয়গুলিকে যৌন হয়রানি ও নিপীড়ন বলে উল্লেখ করা হয়েছে তা ওরিয়েন্টেশন সভা, কর্মশালাতে আলোচনা করা; বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি ও নিপীড়ন নিরোধকল্পে গঠিত অভিযোগ কমিটির কার্যক্রম গতিশীল করাসহ সুপারিশ বাস্তবায়নে সময়োপযোগী পদক্ষেপ গ্রহণ করা।

সভায় বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ডা. ফওজিয়া মোসলেম, যুগ্ম সাধারণ সম্পাদক সীমা মোসলেম, অ্যাড. মাসুদা রেহানা বেগম, কেন্দ্রীয় লিগ্যাল এইড সম্পাদক রেখা সাহা, অ্যাডভোকেসি অ্যান্ড লবি পরিচালক জনা গোস্বামী, ভারপ্রাপ্ত লিগ্যাল অ্যাডভোকেসি অ্যান্ড লবি পরিচালক অ্যাড. দীপ্তি রানী সিকদার এবং সিনিয়র আইনজীবী অ্যাড. রাম লাল রাহা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

চাকরি দিচ্ছে আবুল খায়ের গ্রুপ, লাগবে না অভিজ্ঞতা 

৫০তম বিসিএসের প্রিলি আজ

বন্দি বিনিময়ের শেষ ধাপে ১৫ ফিলিস্তিনির মরদেহ হস্তান্তর করল ইসরায়েল

টিভিতে আজকের যত খেলা

আজ যেমন থাকবে ঢাকার আবহাওয়া

আজ টানা ৫ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আজ যেসব এলাকায় ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না

৩০ জানুয়ারি : আজকের নামাজের সময়সূচি

শুক্রবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

১০

সম্প্রীতির চট্টগ্রাম গড়তে রাজনীতি করছি : সাঈদ আল নোমান

১১

শুধু বগুড়া নয়, পুরো দেশের কথা চিন্তা করতে হবে : তারেক রহমান

১২

ক্ষমতা নয়, দায়িত্ব চাই : ডা. ফজলুল হক

১৩

বঙ্গবন্ধু ল’ কলেজের নাম পরিবর্তন

১৪

কওমি মাদ্রাসা আমাদের হৃদয়, আমাদের কলিজা : জামায়াত আমির

১৫

কুমিল্লায় বিএনপির প্রার্থীকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন ‘বিদ্রোহী’ প্রার্থী

১৬

রোহিতের রেকর্ড ভেঙে স্টার্লিংয়ের ইতিহাস

১৭

শনিবার শুরু হচ্ছে চতুর্দশ যাকাত ফেয়ার / ‘বৈষম্যহীন, দারিদ্র্যমুক্ত সমাজ বিনির্মাণে যাকাত গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে’

১৮

জনস্বাস্থ্য সুরক্ষায় তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশকে আগামী সংসদের প্রথম অধিবেশনে পাশের আহ্বান

১৯

কারাবন্দি যুদ্ধাপরাধীর মৃত্যু

২০
X