কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ মে ২০২৪, ০৩:৫২ পিএম
আপডেট : ১৪ মে ২০২৪, ০৩:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

গ্লোবাল সোশ্যাল ইনফ্লুয়েন্সার অ্যাওয়ার্ড পাচ্ছেন বাংলাদেশের জুবায়ের

‘গ্লোবাল সোশ্যাল ইনফ্লুয়েন্সার অ্যাওয়ার্ড ২০২৪’-এর জন্য মনোনীত হয়েছেন বাংলাদেশের তরুণ সমাজকর্মী ও ইনফ্লুয়েন্সার মো. আবু জুবায়ের। সৌজন্য ছবি
‘গ্লোবাল সোশ্যাল ইনফ্লুয়েন্সার অ্যাওয়ার্ড ২০২৪’-এর জন্য মনোনীত হয়েছেন বাংলাদেশের তরুণ সমাজকর্মী ও ইনফ্লুয়েন্সার মো. আবু জুবায়ের। সৌজন্য ছবি

বিশ্বের অন্যতম বড় যুব সংগঠন গ্লোবাল ইয়ুথ পার্লামেন্টের ‘গ্লোবাল সোশ্যাল ইনফ্লুয়েন্সার অ্যাওয়ার্ড ২০২৪’-এর জন্য মনোনীত হয়েছেন বাংলাদেশের তরুণ সমাজকর্মী ও ইনফ্লুয়েন্সার দিনাজপুরের মো. আবু জুবায়ের। যুবকদের উদ্বুদ্ধকরণ ও সামাজিক আন্দোলনের স্বীকৃতিস্বরূপ এ পুরস্কারে মনোনীত হয়েছেন তিনি।

গত ১১ মে গ্লোবাল ইয়ুথ পার্লামেন্টের প্রেসিডেন্ট দিবাকর আরিয়াল স্বাক্ষরিত এক আমন্ত্রণপত্রে মো. আবু জুবায়েরের মনোনয়নের বিষয়টি জানানো হয়।

আনুষ্ঠানিকভাবে পুরস্কার গ্রহণের জন্য একজন জাতীয় প্রতিনিধি হিসেবে ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ সামিট ও অ্যাওয়ার্ড- ২০২৪’ এ যোগদানের জন্য জুবায়েরকে ইউরেশিয়ার দেশ জর্জিয়াতে আমন্ত্রণ জানানো হয়।

প্রতি বছরের মতো এবারের গ্লোবাল ইয়ুথ লিডারশিপ অ্যাওয়ার্ড ও সামিট অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ৫ থেকে ৮ সেপ্টেম্বর জর্জিয়ার রাজধানী তিবি‌লিসিতে। সেখানেই আনুষ্ঠানিকভাবে বিভিন্ন ক্যাটাগরিতে নির্বাচিতদের হাতে অ্যাওয়ার্ড তুলে দেওয়া হবে।

আবু জুবায়েরের জন্ম দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলায়। ২০২১ সালে বীরগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক এবং পার্বতীপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ থেকে ২০২৩ সালে উচ্চ মাধ্যমিক পাস করেন। বর্তমানে তিনি বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি নিচ্ছেন।

এ বিষয়ে মো. আবু জুবায়ের বলেন, এর মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশের বাছাইকৃত তরুণ চিন্তাশীলদের সঙ্গে কাজ করাসহ বাংলাদেশকে বিশ্ব দরবারে তুলে ধরার একটা সুযোগ তৈরি হবে। যা নিঃসন্দেহে আমার জন্য একটা বড় অর্জন।

জানা যায়, বিশ্বের বিভিন্ন প্রান্তের যুবকদের উন্নয়নে কার্যক্রম পরিচালনাকারীদের স্বীকৃতিস্বরূপ প্রতি বছর গ্লোবাল ইয়ুথ লিডারশিপ অ্যাওয়ার্ডের আয়োজন করে থাকে গ্লোবাল ইয়ুথ পার্লামেন্ট। এ ছাড়াও সংগঠনটি তরুণদের সামাজিক কাজ, উদ্যোক্তা তৈরি, গণতন্ত্র, উন্নত বিশ্বের জন্য টেকসই উন্নয়নে কাজ করতে উদ্বুদ্ধ করে এবং বিশ্বের বিভিন্ন দেশের উদ্ভাবনী তরুণ নেতাদের একত্রিত হতে সহযোগিতা করে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চালু হচ্ছে ভারত-চীন সরাসরি ফ্লাইট

বড় ধাক্কার সামনে লিভারপুল

মেটা কি ফোনের মাইক্রোফোন দিয়ে আপনার কথা শোনে? যা বলছেন ইনস্টাগ্রাম প্রধান

তারা যে ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নিতে পেরেছে সেটা দারুণ ব্যাপার: সাকিব

সপ্তাহের সেরা চাকরির বিজ্ঞপ্তি, পদ সংখ্যা ৯৬৩

ফুটবলে প্রথমবার দেখা গেল ‘গ্রিন কার্ড’, কীভাবে কাজ করবে?

ডাম্প ট্রাকচাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত

‘আকাশে মেঘ দেখলেই সবজির দাম বাড়ে’

রাজধানীতে বাস থামিয়ে গুলি, এরপর দিল আগুন

ইসলামী ব্যাংকের ভেরিফায়েড ফেসবুক পেজ হ্যাকড

১০

অফসাইড-হ্যান্ডবলের বিতর্ক মেটাতে আসছে বিশ্বকাপ বল ‘ট্রায়োন্ডা’

১১

দোয়ার সময় এই মারাত্মক ভুল করছেন না তো? জেনে নিন

১২

ভেনেজুয়েলার উপকূলের পাঁচটি মার্কিন যুদ্ধবিমান

১৩

বুক দিয়ে ঘানি টেনে সংসার চালান ষাটোর্ধ্ব দম্পতি

১৪

বাংলাদেশের কাছে হারের মূল কারণ জানালেন রশিদ খান

১৫

সুমুদ ফ্লোটিলা আটকের ঘটনায় বাংলাদেশের নিন্দা

১৬

‘রাজনৈতিক সংকট সমাধান ফিফার কাজ নয়’

১৭

ইতিহাসের প্রথম জুমার জামাতে কতজন মুসল্লি ছিলেন?

১৮

সুরা পড়ে মারুফার জন্য দোয়া করেন মা

১৯

খুব অল্প সময়ে সৃজিতের ঘনিষ্ঠ বন্ধু হয়েছি: সুস্মিতা

২০
X