রাজধানীর অন্যতম বৃহৎ শিক্ষাপ্রতিষ্ঠান একে স্কুল অ্যান্ড কলেজ এবারের এসএসসি পরীক্ষায় প্রশংসনীয় সাফল্য অর্জন করেছে। শিক্ষাপ্রতিষ্ঠানটি থেকে মোট এক হাজার ১৪৭ জন এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে পাস করেছে এক হাজার ৮২ জন। তার মধ্যে ২৯৬ জন জিপিএ-৫ পেয়েছে। পাসের হার শতকরা ৯৩ দশমিক ৫২ শতাংশ।
এ সাফল্য বিগত কয়েক বছর ধরে অর্জিত ধারাবাহিক সাফল্যের অংশ বলে জানিয়েছে একে স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষ। ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ সালাহ উদ্দিন কলেজের সাফল্যের এই ধারা ভবিষ্যতেও অক্ষুণ্ণ থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন। এ সাফল্যের পেছনে শিক্ষক ও অভিভাবকদের সহযোগিতার কথা উল্লেখ করেন তিনি।
ফলাফল জানতে আসা অভিভাবকরা জানান, শিক্ষার্থীদের লেখাপড়া ও শৃঙ্খলার মানোন্নয়নে বর্তমান অধ্যক্ষ যে কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছেন তা প্রশংসনীয়। পাশাপাশি শ্রেণিকক্ষে শিক্ষকদের আন্তরিকতা ও নিষ্ঠার সাথে পাঠদানের কথাও তারা উল্লেখ করেন।
কয়েকজন অভিভাবক বলেন, বর্তমানে শিক্ষার্থীদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো মনোযোগ ধরে রাখা, আর এই প্রতিষ্ঠানের শিক্ষকরা তা করতে সাহায্য করেছেন।
মন্তব্য করুন