মানিকগঞ্জ-৩ (সদর ও সাটুরিয়া উপজেলা) আসনে বর্তমান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক ১ লাখ ২৬ হাজার ৭২০ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী উদীয়মান সূর্য প্রতীকের গণফোরামের কেন্দ্রীয় কমিটির সভাপতি মফিজুল ইসলাম কামাল ৫ হাজার ৩৯১ ভোট পেয়েছেন।
এই আসনের মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৫৮ হাজার ৪৫৯। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৭৮ হাজার ৫৪৪ এবং নারী ১ লাখ ৭৯ হাজার ৯১৫ জন। এই আসনের মোট কেন্দ্র সংখ্যা ছিল ১৪৩।
এর আগে ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন জাহিদ মালেক। এরপর ২০১৪ ও ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে তিনি বিজয়ী হয়েছেন। এবার টানা চারবারের মতো তিনি সংসদ সদস্য নির্বাচিত হলেন।
মন্তব্য করুন