কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ জুলাই ২০২৪, ১১:৫৫ এএম
আপডেট : ১৪ জুলাই ২০২৪, ০৩:০৭ পিএম
অনলাইন সংস্করণ

অনন্ত-রাধিকার বিয়েতে দেখা মিলল যেসব তারকার

বিয়েতে উপস্থিত তারকারা। ছবি : সংগৃহীত
বিয়েতে উপস্থিত তারকারা। ছবি : সংগৃহীত

দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে বিয়ে হয়েছে অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের। নিজের ছোট ছেলে অনন্তের এই রাজকীয় বিয়েতে কোনো কিছুর কমতি রাখেননি মুকেশ আম্বানি। বলিউড, হলিউড ও ক্রীড়াজগতের তারাদের মাটিতে নামিয়ে এনেছিলেন তিনি। শুক্রবার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হলেও আরও কয়েক দিন ধরে চলছে উৎসব।

বিয়েতে কত টাকা খরচ হয়েছে, তা জানায়নি আম্বানি পরিবার। তবে টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদেনে বলা হয়েছে, চার থেকে পাঁচ হাজার কোটি রুপি খরচ হয়েছে এই বিয়েতে। যা বাংলাদেশি মুদ্রায় সাড়ে পাঁচ থেকে সাত হাজার কোটি টাকার কাছাকাছি।

আমান্বিদের আমন্ত্রিতদের তালিকায় রাজনীতিবিদ থেকে অভিনেতা-অভিনেত্রী, ক্রিকেটার থেকে ব্যবসায়ী, ছিলেন সবাই। বিয়েতে অনন্ত-রাধিকার বেশে ছিল রাজকীয়তার ছোঁয়া। এদিন আমন্ত্রিত অতিথিরাও হাজির হন জাঁকজমকপূর্ণ সাজে। স্ত্রী গৌরি খানকে নিয়ে বিয়েতে আসেন বলিউড বাদশাহ শাহরুখ খান। অনন্ত-রাধিকার বিয়েতে শাহরুখ খান থাকবেন কি না, তা নিয়ে জল্পনা ছিল। তবে নিউইয়র্ক থেকে ফিরেই বিয়েতে হাজির হয়েছিলেন শাহরুখ খান।

বোন অর্পিতাকে নিয়ে বিয়ের অনুষ্ঠানে হাজির হন সালমান খান। বোন অর্পিতার পরনে ছিল সাদা রঙের পোশাক। আর সালমান খান পরেছিলেন কালো রঙের পাঞ্জাবি। বলিউডের বচ্চন পরিবারের সদস্যরা আলাদা আলাদা হাজির হন বিয়েতে। মেয়েকে নিয়ে বিয়েতে হাজির হন ঐশ্বরিয়া রাই। অনন্তের বিয়েতে রূপালি শেরওয়ানি আর সাদা পাজামা পরে হাজির হন রণবীর কাপুর। আর স্ত্রী পরনে ছিল গোলাপি বেনারসি শাড়ি। খোঁপায় ফুলের সাজ, গলায় চওড়া চোকার, কানে ঝোলা দুল আর মাথায় টিকলি।

‘কবির সিং’ খ্যাত শাহিদ কাপুরের পরনে ছিল সাদা কুর্তা-পাজামা, গলায় সাদা ওড়না। তার স্ত্রী মীরা রাজপুতের পরনে ছিল রূপালি লেহঙ্গা, সঙ্গে হীরার কানের দুল। বিদেশ থেকে স্বামী নিক জোনাসকে নিয়ে অনন্ত-রাধিকার বিয়েতে হাজির হন ‘দেশি গার্ল’ খ্যাত প্রিয়ঙ্কা চোপড়া। অভিনেত্রীর পরনে ছিল হলুদ লেহঙ্গা-চোলি। আর নিকের পরনে ছিল হালকা গোলাপি রঙের শেরওয়ানি।

স্ত্রী ক্যাটরিনা কাইফকে নিয়ে বিয়েতে হাজির হয়েছিলেন ভিকি কৌশল। তার পরনে ছিল সাদা শেরওয়ানি আর ক্যাটরিনার পরনে ছিল লাল ক্রেপ শাড়ি। সাজ ছিমছাম হলেও কুন্দনের গয়নায় দারুণ মানিয়েছিল ক্যাটরিনাকে। আম্বানিদের বিয়েতে বসেছিল দক্ষিণী তারকাও হাট। স্ত্রী উপাসনাকে নিয়ে হাজির হয়েছিলেন রামচরণ। খুব জমকালো সাজে নয়, একেবারে সাদামাঠা বেশেই বিয়েতে হাজির ছিলেন তারা।

বিয়েতে রং মিলিয়ে পোশাক পরেছিলেন রীতেশ দেশমুখ ও জেনেলিয়া ডিসুজা। রীতেশের পরনে ছিল সাদা শেরয়ানি, সঙ্গে জওহর কোট। জেনেলিয়া পরেছিলেন মরাঠি কায়দায় সাদা শাড়ি। সঙ্গে সাদা ওড়না। গলায় ভারী হার, কানে দুল, নাকে নথ। কপালে টিপটিও পরেছিলেন মরাঠি কায়দায়। বিয়েতে আমন্ত্রিত ছিলেন সিদ্ধার্থ মলহোত্রা ও কিয়ারা আদবাণী। কিয়ারার লেহঙ্গায় ছিল নানা রঙের ছোঁয়া। কানে ছিল ভারী দুল, হাতে বালা। সাজ ছিল একেবারেই ছিমছাম। আর সিদ্ধার্থের পরনে ছিল রুপোলি শেরওয়ানি।

স্ত্রী প্রিয়া রুঞ্চলকে নিয়ে বিয়ের অনুষ্ঠানে হাজির ছিলেন অভিনেতা জন আব্রাহাম। সাদা পাঠান স্যুট পরেছিলেন তিনি। প্রিয়া পরেছিল রোজ গোল্ড রঙের লেহেঙ্গা। স্বামী ভিগনেশ সিভানকে নিয়ে বিয়েতে হাজির ছিলেন দক্ষিণী অভিনেত্রী নয়নতারা। তার পরনে ছিল আইভরি রঙের সিল্ক শাড়ি, সঙ্গে সোনার গয়না। ভিগনেশের পরনে ছিল সোনালি শার্ট আর দক্ষিণী কায়দায় পরা সাদা ধুতি। এছাড়া রজনীকান্ত, মহেশবাবু, সুরিয়ার মতো তারকাও উপস্থিত ছিলেন বিয়েতে।

হলিউডের তারকাদের মধ্যে হাজির ছিলেন WWF তারকা ও অভিনেতা জন সিনা। শেরওয়ানি পরে একেবারে ভারতীয় পোশাকে ধরা দিয়েছেন অভিনেতা। তবে সবচেয়ে বেশি নজর কেড়েছে তার পাগড়ি! এছাড়া কিম কার্দিশিয়ান, টনি ব্লেয়ার ও তার স্ত্রী, ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোসহ ভারতের অনেক রাজনীতিবিদ হাজির হয়েছিলেন বিয়েতে। বিয়ের দিন না আসলেও শনিবার হাজির হয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিন তিনি নবদম্পতিকে উপহারও দেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরার বৈষম্যবিরোধী নেতা সুহাইলের পদত্যাগ 

নকল সরবরাহ করতে গিয়ে ছাত্রদল নেতা আটক

এইচএসসির তৃতীয় দিনে অনুপস্থিত ২৪৮৯১ জন 

ক্ষমতাকেন্দ্রিক নয়, সংস্কারের পক্ষে জোট চায় এবি পার্টি

ব্রিটিশদের নাকানিচুবানি দিতে ১০ বছর ধরে যে রণকৌশলে এগোচ্ছে ইরান

বাসযাত্রীর ব্যাগে মিলল বিপুল ইয়াবা, অতঃপর...

কুয়েট ও বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভিসির জন্য ৬৮ অধ্যাপকের আবেদন

ইতিহাস গড়ল চট্টগ্রাম বন্দর, কনটেইনার পরিবহনে রেকর্ড

৭০০ টাকার ব্রডব্যান্ড ৫০০ টাকায় দেওয়ার নির্দেশনা আইএসপিএবির

কেএমপি কমিশনারের পদত্যাগ দাবিতে রূপসা সেতুর টোল প্লাজা অবরোধ 

১০

অসচ্ছল নারী শিক্ষার্থীদের আর্থিক সহায়তা দিচ্ছে ঢাবি

১১

ক্ষোভের মুখে সরানো হলো বিএনপির অনুষ্ঠানের উপস্থাপক এহসানকে

১২

নগর স্বাস্থ্যসেবা কার্যক্রম সরাসরি পরিচালনা করবে ডিএনসিসি

১৩

সাতক্ষীরায় সাংবাদিকদের ওপর নারকীয় হামলার প্রতিবাদ, থানায় মামলা

১৪

কুষ্টিয়ায় কাফনের কাপড় জড়িয়ে বিএনপির কার্যালয় ঘেরাও

১৫

সজীব ওয়াজেদ জয়ের বক্তব্যে জুলকারনাইনের প্রতিক্রিয়া

১৬

দুই দশক পর কারামুক্তি, সঙ্গে লাখ টাকা সঞ্চয় দুই নারীর

১৭

এবার ইরাকের বিমানবন্দরে রকেট হামলা

১৮

মায়ের কোল ফিরে পেল ৬০ হাজারে বিক্রি হওয়া শিশুটি

১৯

গুম কমিশনের প্রতিবেদনে নির্যাতনের ভয়াবহ চিত্র

২০
X