বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৫, ০৩:২৩ পিএম
অনলাইন সংস্করণ

বিজয়ের কারণেই কি ভেঙেছিল রাশমিকা-রক্ষিতের বিয়ে?

রাশমিকা মান্দানা, বিজয় দেবরকোন্ডা ও রক্ষিত শেঠি। ছবি : সংগৃহীত
রাশমিকা মান্দানা, বিজয় দেবরকোন্ডা ও রক্ষিত শেঠি। ছবি : সংগৃহীত

ভারতীয় দক্ষিণী সিনেমার জনপ্রিয় মুখ রাশমিকা মান্দানা ও বিজয় দেবরকোন্ডা— এই দুই তারকার নাম এখন প্রায় সমার্থক। ‘গীতা গোবিন্দম’ ও ‘ডিয়ার কমরেড’ সিনেমায় তাদের রসায়ন পর্দা কাঁপিয়েছে। আর সেই রসায়ন বাস্তব জীবনেও ছড়িয়ে পড়েছে বহু আগেই।

বছরের পর বছর ধরে চলছে তাদের প্রেম ও বিয়ের গুঞ্জন। একসঙ্গে ছুটি কাটানো, বিভিন্ন আয়োজনে পাশাপাশি উপস্থিত হওয়া— সব মিলিয়ে এই জুটি বারবার খবরের শিরোনামে এসেছেন। যদিও সব সময় তারা বলেছেন, ‘আমরা খুব ভালো বন্ধু।’

তবে সম্প্রতি নতুন করে আলোচনায় এসেছে তাদের সম্পর্ক। ৩ অক্টোবর রাতে ভারতীয় গণমাধ্যমে খবর ছড়ায়— ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে বাগদান সারলেন বিজয় ও রাশমিকা। যদিও এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি তারা, ভক্তদের মধ্যে কৌতূহল তুঙ্গে। আর সেই সঙ্গে ফের আলোচনায় এসেছে রাশমিকার প্রথম বাগদান ভাঙার গল্প।

২০১৭ সালে কন্নড় তারকা রক্ষিত শেঠির সঙ্গে বাগদান সেরেছিলেন এই ন্যাশনাল ক্রাশ। ‘কিরিক পার্টি’ সিনেমায় একসঙ্গে কাজ করতে গিয়েই তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তবে বছর না ঘুরতেই সেই সম্পর্কের ইতি ঘটে। বাগদান ভেঙে যাওয়ার পর নানা গুঞ্জন ছড়িয়ে পড়ে— কারণ কি রাশমিকার জীবনে বিজয়ের আগমন?

ভারতীয় একাধিক সংবাদমাধ্যম দাবি করেছিল, বিজয়ের সঙ্গেই ঘনিষ্ঠতা রাশমিকার বিয়েতে ভাঙন ধরায়। যদিও বিষয়টি নিয়ে সরাসরি মুখ খোলেননি কেউ। এদিকে ‘ইন্টারন্যাশনাল বিজনেস টাইমস’-কে দেওয়া এক সাক্ষাৎকারে রাশমিকা বলেছিলেন, ‘রক্ষিতের সঙ্গে ব্রেকআপের ধকল কাটিয়ে উঠার চেষ্টা করছিলাম। ওই সময়ে আমার কারও যত্ন প্রয়োজন ছিল; যা বিজয় দেবরকোন্ডার কাছ থেকে পেয়েছিলাম। আমি আমার আবেগের সঙ্গে সংগ্রাম করছিলাম, বিজয় আমাকে সাহস জুগিয়েছে, বুঝিয়েছে— এর বাইরেও একটি দুনিয়া রয়েছে।’

২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘ডিয়ার কমরেড’ সিনেমার প্রচারে অংশ নিতে গিয়ে যখন রাশমিকাকে অতীত সম্পর্ক নিয়ে প্রশ্ন করা হয়, তখন বিজয় সোজাসাপ্টা সাংবাদিককে থামিয়ে দেন। তার ভাষায়, ‘আমি ঠিক বুঝতে পারছি না আপনি কী জানতে চাইছেন। এটা এমন বিষয় নয়, যা নিয়ে কথা বলা উচিত।’

বিচ্ছেদের পর রাশমিকার বিরুদ্ধে তীব্র সমালোচনায় মুখর হয় রক্ষিতের ভক্তরা। সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রলের বন্যা বয়ে যায়। কিন্তু রক্ষিত সেখানেও ছিলেন স্থির ও ভদ্র। এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘রাশমিকাকে নিয়ে আপনারা যা বলছেন, তার জন্য কাউকে দোষ দিচ্ছি না। তবে আমি তাকে আপনাদের চেয়ে ভালো জানি। এখানে অনেক বিষয় কাজ করেছে। দয়া করে তাকে বিচার করা বন্ধ করুন, তাকে শান্তিতে থাকতে দিন।’

রাশমিকা মান্দানা ২০১২ সালে ‘ক্লিন অ্যান্ড ক্লিয়ার ফ্রেস অব ইন্ডিয়া’ খেতাব জিতে আলোচনায় আসেন। চার বছর পর কন্নড় সিনেমা ‘কিরিক পার্টি’-এর মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক ঘটে তার। প্রথম সিনেমাতেই সাউথ ইন্ডিয়ান ইন্টারন্যাশনাল মুভি অ্যাওয়ার্ড জেতেন তিনি।

এরপর ‘চালো’ সিনেমার মাধ্যমে তেলেগু ইন্ডাস্ট্রিতে পা রাখেন। পরপর ‘গীতা গোবিন্দম’, ‘ডিয়ার কমরেড’, ‘সারিলেরু নীকেবারু’, ‘পুষ্পা’— সব সিনেমাই তাকে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে দিয়েছে।

সম্প্রতি মুক্তি পেয়েছে তার নতুন সিনেমা ‘কুবেরা’, যেখানে তার সহ-অভিনেতা ছিলেন ধানুশ। আগামী মাসগুলোতেও তার হাতে রয়েছে একাধিক বড় বাজেটের সিনেমা।

রাশমিকা মান্দানা আজ দক্ষিণী চলচ্চিত্রের সবচেয়ে আলোচিত মুখগুলোর একটি। ব্যক্তিগত জীবনের উত্থান-পতন, সম্পর্কের গল্প কিংবা পেশাগত সাফল্য— সব মিলিয়ে তিনি এখন এক অনুপ্রেরণার নাম। তবে বিজয় দেবরকোন্ডার সঙ্গে তার সম্পর্ক বিয়েতে রূপ নেবে কিনা, সেটিই এখন দেখার অপেক্ষা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পে-কমিশনের সভায় দাবি উত্থাপিত না হওয়ায় বিচার বিভাগীয় কর্মচারীদের ক্ষোভ

জাল টাকায় ফোন কিনে যুবকের ১৪ বছরের কারাদণ্ড

কোরআন অবমাননা ইস্যুতে হেফাজতের লংমার্চের হুঁশিয়ারি

দেশে আনুষ্ঠানিকভাবে উন্মোচন হলো টেকনোর পোভা ফাইভজি সিরিজ

অস্ট্রেলিয়া-বাংলাদেশ বিজনেস এক্সপোর প্রতিনিধিত্ব করছেন ড. সবুর খান

কোরআন অবমাননা, যা বলছেন আজহারি

তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরুর দাবিতে পদযাত্রা

ধানমন্ডিতে দরজা ভেঙে মিলল বিএনপি নেতার মরদেহ

যোগ্য প্রার্থী নিয়োগের দাবি ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের

৬ দফা দাবিতে স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি

১০

উন্নয়নমূলক কাজে প্রতিযোগিতার আহ্বান সারজিসের

১১

সিলেটে ১ মাসে সড়কে প্রাণ গেছে ৩৫ জনের

১২

জুলাই সনদের আইনি ভিত্তির জন্য গণভোটে সবচেয়ে গ্রহণযোগ্য: জামায়াত

১৩

আঘাত হেনেছে ঘূর্ণিঝড় মাতমো

১৪

নতুন পে স্কেলে কত হচ্ছে সরকারি কর্মচারীদের বেতন

১৫

কাঠবোঝাই ট্রলি উল্টে হেলপার নিহত

১৬

ট্রাম্পের পরিকল্পনায় হামাসের সম্মতি, স্বাগত জানাল ৮ মুসলিম দেশ

১৭

বালুর ট্রাক ছিনিয়ে নিতে পুলিশের ওপর হামলা, আহত ৫

১৮

অহেতুক সাংবিধানিক বিতর্ক তুলে বারবার জটিলতা তৈরি করা হচ্ছে : এবি পার্টি

১৯

গাইবান্ধায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

২০
X