

ভারতের দক্ষিণে সিনে-ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা। যিনি ‘পুষ্পা’ সিনেমার শ্রীভল্লী নামেও দর্শকদের মাঝে বেশ সমাদৃত। তবে শুধু দক্ষিণেই নয় এখন বলিউডেও অভিনয় করে বেশ সাড়া ফেলেছেন এই সুন্দরী। রাশমিকার অভিনয় যেমন দর্শকদের মাঝে আলোচনার চর্চার বিষয় হয়ে থাকে ,তেমনি তার ব্যক্তিগত জীবন নিয়ে বেশ কৌতূহলী তার অনুরাগীরা। বিশেষ করে দক্ষিণী তারকা বিজয় দেবরাকোন্ডা ও রাশমিকার বিবাহ নিয়ে এখন ভক্তদের মাঝে জল্পনা তুঙ্গে। তবে এ বিষয়ে এবার মুখ খুলেছেন রাশমিকা নিজেই।
চলতি বছরের অক্টোবরে বাগদান সেরেছেন বিজয়-রাশমিকা। এরপর তারা মুখে কিছু না বললেও তাদের আচরণ ও হাতের আংটি সবাইকে বুঝাতে আর কিছু বাকি রাখে নাই। তবে গুঞ্জন রয়েছে বাগদানকে বিয়েতে রূপ দিতে যাচ্ছেন এই হবু দম্পতি।
আগামী বছরের ২৬ ফেব্রুয়ারি উদয়পুরের বিশাল একটি প্রাসাদে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন রাশমিকা-বিজয়।
তবে এ বিষয়ে কিছু নিশ্চিত করা না হলেও হলিউড রিপোর্টারের এক সাক্ষাৎকারে রাশমিকা বলেন, ‘আমি বিয়ের বিষয়টি নিশ্চিতও করব না আবার উড়িয়ে দেব না। আমি শুধু বলতে চাই, যখন বলার সময় হবে তখনই বলবো।’
উল্লেখ্য, মডেলিংয়ের মাধ্যমে ক্যারিয়ার শুরু করেন রাশমিকা মান্দানা। ২০১২ সালে ‘ক্লিন অ্যান্ড ক্লিয়ার ফ্রেস অব ইন্ডিয়া’ খেতাব জেতেন তিনি। ২০১৬ সালে কন্নড় ভাষার ‘কিরিক পার্টি’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন। অভিষেক এ চলচ্চিত্রের জন্য সাউথ ইন্ডিয়ান ইন্টারন্যাশনাল মুভি অ্যাওয়ার্ড লাভ করেন এই অভিনেত্রী।
এরপর বেশ কিছু সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেন রাশমিকা মান্দানা ও বিজয় দেবরকোন্ডা। ‘গীতা গোবিন্দম’, ‘ডিয়ার কমরেড’ সিনেমায় তাদের রসায়ন দর্শকদের মুগ্ধ করেছে। এ জুটির পর্দার রসায়ন ব্যক্তিগত জীবনেও গড়ায়। ফলে এ দুজনের সম্পর্ক বহুল চর্চিত।
তবে ২০১৭ সালে কন্নড় সিনেমার নির্মাতা-অভিনেতা রক্ষিত শেঠির সঙ্গে বাগদান সম্পন্ন করেছিলেন রাশমিকা মান্দানা। বাগদানের পরও ভেঙে যায় রাশমিকার এই বিয়ে। তবে ভারতীয় কিছু সংবাদমাধ্যমের দাবি, বিজয়ের কারণেই ভেঙে গিয়েছিল রাশমিকার এই বিয়ে।
মন্তব্য করুন