

অবশেষে নীরবতা ভাঙলেন দক্ষিণী সুপারস্টার বিজয় দেবরাকোন্ডা। দীর্ঘ অপেক্ষার পর প্রকাশ পেল তার পরবর্তী সিনেমার নাম ‘রাউডি জনার্ধনা’। সঙ্গে মুক্তি পেল এক তীব্র, রুক্ষ ও রক্তগরম টাইটেল গ্লিম্পস, যা প্রকাশের সঙ্গে সঙ্গেই দর্শকদের মধ্যে আলোড়ন তুলেছে। ছবিটির নির্মাতা জানিয়েছেন, সিনেমাটি ডিসেম্বর ২০২৬-এ মুক্তির লক্ষ্য নিয়ে এগোচ্ছে।
২ মিনিট ৭ সেকেন্ডের এই টাইটেল গ্লিম্পসের শুরুতেই শোনা যায় বিজয় দেবরাকোন্ডার গম্ভীর ভয়েসওভার। তার চরিত্র এক ভয়ংকর দানবের গল্প বলতে বলতে ধীরে ধীরে প্রবেশ করে। তবে সে দানব আসলে অন্য কেউ নয়, সে নিজেই। গ্লিম্পসে বিজয় কথা বলেছেন পূর্ব গোদাবরী অঞ্চলের তেলেগু ভাষায়, যা চরিত্রটিকে আরও বাস্তব ও মাটির কাছাকাছি করে তুলেছে। লম্বা চুল, ঘুরানো ঘন গোঁফ আর দৃষ্টিতে অদম্য আগুন—একেবারে নতুন ও দাপুটে অবতারে এবার হাজির হয়েছেন তিনি।
এই ছবিতে বিজয় যেন পুরোপুরি রূপান্তরিত। পেশিবহুল শরীর নিয়ে একের পর এক প্রতিপক্ষকে আঘাত করতে দেখা যায় তাকে।
লুঙ্গি পরে লড়াই করার দৃশ্য গ্রামীণ আবহ আর বাস্তবতাকে আরও জোরালো করে তোলে। যুদ্ধের মাঝেই তার ঘোষণা, তার অঞ্চলে অনেকেই নিজেদের ‘রাউডি’ বলে দাবি করলেও, এই পরিচয় সে অর্জন করেছে রক্ত-ঘামে। তাই ‘রাউডি’ শব্দটি দিয়েই হয়েছে তার নাম, রাউডি জনার্ধনা।
আরও আকর্ষণীয় বিষয় হলো, ছবিটির নির্মাতা তেলেগু, হিন্দি, কন্নড় ও মালয়ালাম—এই চার ভাষায় আলাদা আলাদা টাইটেল গ্লিম্পস প্রকাশ করেছেন। প্রতিটি ভার্সনেই নিজ কণ্ঠে ভয়েসওভার দিয়েছেন বিজয় দেবরাকোন্ডা, যা গ্লিম্পসগুলোকে আরও প্রাণবন্ত ও বিশ্বাসযোগ্য করে তুলেছে।
‘রাউডি জনার্ধনা’ পরিচালনা করছেন রবি কিরণ কোলা। এই চলচ্চিত্রটিতে বিজয়ের পাশাপাশি অভিনয় করতে চলেছেন রাশমিকা মান্দানা, কীর্তি সুরেশ, বিবেক অবেরয়সহ আরও অনেকে।
উল্লেখ্য, বিজয় দেবরকোন্ডাকে সর্বশেষ দেখা গিয়েছিল গৌতম তিন্নানুরি পরিচালিত স্পাই অ্যাকশন থ্রিলার ‘কিংডম’-এ। ছবিটিতে তার সঙ্গে অভিনয় করেছিলেন ভাগ্যশ্রী বোরসে, সত্যদেবসহ আরও অনেকে।
মন্তব্য করুন