

দোহারের ঝলমলে আলোর নিচে জমজমাট ‘দাবাং ট্যুর’,আর সেখানেই যেন হঠাৎ জমে উঠল বিতর্কের ঝড়। বলিউড সুপারস্টার সালমান খান ও অভিনেত্রী তামান্না ভাটিয়ার এক যৌথ নাচের ভিডিও ছড়িয়ে পড়তেই সামাজিক মাধ্যমে শুরু হয়েছে সমালোচনার বন্যা। দর্শকের চোখে যেটি হওয়ার কথা ছিল বিনোদনের উচ্ছ্বাস, সেটিই পরিণত হয়েছে ‘অস্বস্তিকর’ মুহূর্তে—আর তাই নিয়েই এখন সরগরম নেটদুনিয়া।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া সালমানের ‘দাবাং ট্যুরের’ ভিডিওটিতে দুজনকে ‘দিল দিয়া গাল্লা’ গানের সঙ্গে পারফর্ম করতে দেখা যায়। সালমানের রোম্যান্টিক অঙ্গভঙ্গিকেই মূলত সমালোচনার কেন্দ্র বলা হচ্ছে। সেই ক্লিপকে ঘিরে রেডিটেও একটি থ্রেড ভাইরাল হয়। সেখানে অনেকে মন্তব্য করেছেন- ‘খুবই অস্বস্তিকর’, ‘দেখতে লজ্জা লাগছে’, ‘ক্রিঞ্জ প্রো ম্যাক্স’, ‘তামান্না বিব্রত মনে হচ্ছে’ ইত্যাদি মন্তব্য সেখানে দেখা যায়।
উল্লেখ্য, এই ট্যুরটিতে সালমান ও তামান্নার সঙ্গে আরও ছিলেন সুনীল গ্রোভার, স্টেবিন বেন, জ্যাকুলিন ফার্নান্দেজ ও মনীশ পাল। মঞ্চে সালমান খান তার জনপ্রিয় গান ও জানে জানা, জুম্মে কি রাত (কিক), পাণ্ডে জি সিটি (ডাবাং) ও সজন রেডিও (টিউবলাইট)–সহ একাধিক হিট সাউন্ডট্র্যাকে নেচেছেন।
তবে সালমান-তামান্নার ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রশংসিত হওয়ার বদলে পেয়েছে নেটিবাচক প্রতিক্রিয়া।
মন্তব্য করুন