জন্মদিনে বলিউড তারকাদের শুভেচ্ছায় সিক্ত হয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাকে শুভেচ্ছা জানিয়ে একটি পরামর্শও দিয়েছেন বলিউড বাদশা শাহরুখ খান। ১৭ সেপ্টেম্বর নরেন্দ্র মোদির ৭৩তম জন্মদিনে কিং খান তার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এর হ্যান্ডলে লেখেন, ‘আপনার দীর্ঘায়ু কামনা করি। সব সময় সুস্থ থাকুন। আজকের দিনটা একটু কাজ থেকে সময় বের করে আনন্দ করুন। জন্মদিনের শুভেচ্ছা।’ খবর আনন্দবাজার ডটকমের।
শাহরুখ খান ছাড়াও বলিউডের অনেক তারকাই শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন নরেন্দ্র মোদিকে। তাদের মধ্যে রয়েছেন অক্ষয় কুমার, কমল হাসান, সালমান খান, রাজকুমার রাও, সোনু সুদ, হেমা মালিনি প্রমুখ।
অভিনেতা অক্ষয় কুমার লিখেছেন, “জন্মদিনের শুভেচ্ছা নরেন্দ্র মোদিজি। বছরের পর বছর, এভাবেই আমাদের অনুপ্রেরণা দিতে থাকুন। আপনার সুস্থ জীবন কামনা করি।”
মন্তব্য করুন