অভিনেত্রী পরিচয়ে আলিয়ার জনপ্রিয়তা বিশ্বজুড়ে। এছাড়া প্রযোজক ও ব্যবসায়ী পরিচয়ও আছে তার। এসবের বাইরে নতুন আরেকটি পরিচয়ে নাম লেখালেন তিনি। খবর : এনডিটিভ
অভিনয়ে আলিয়ার জনপ্রিয়তা বিশ্বজুড়ে। এবার তাকে লেখিকার পরিচয়েও চিনবে সবাই। কারণ সম্প্রতি শিশুদের জন্য ছবির বই প্রকাশ করেছেন তিনি। যার নাম দিয়েছেন ‘অ্যাড ফাইন্ডস এ হোম’।
এবার লেখিকার ভূমিকায় আলিয়া ভাট। ছোটদের জন্য নিজের লেখা ছবির বই প্রকাশ করেছেন তিনি। সঙ্গে জানিয়েছেন, ভবিষ্যতে বইয়ের একটা পুরো সিরিজ তৈরি করতে চান তিনি। রোববার (১৭ জুন) আলিয়ার ছোটদের পোশাক ব্র্যান্ড ‘অ্যাড-আ-মাম্মা’র অধীনেই শিশুদের ছবির বই প্রকাশ করেছেন তিনি। বইটির নাম দিয়েছেন ‘অ্যাড ফাইন্ডস এ হোম’।
বইটির একটি ছবি ইতোমধ্যেই নিজের ইনস্টাগ্রামে শেয়ার করেছেন এই নায়িকা। যার ক্যাপশনে তিনি লিখেছেন, ‘নতুন একটি অভিজ্ঞতা হলো আমার, সঙ্গে নতুন অভিজ্ঞতা। ছোট বেলা থেকেই আমি একটি স্বপ্ন দেখতাম। শিশুদের জন্য বই প্রকাশ করার। সেটি পূরণ হয়েছে। এটি নতুন সূচনা মাত্র। সামনে আরও অনেক বই বের করার ইচ্ছা আছে।’
আলিয়ার হাতে এখন বেশকিছু নতুন সিনেমা রয়েছে। যেগুলোর কাজ ইতোমধ্যেই শুরু হয়ে গেছে। তার মধ্যে উল্লেখযোগ্য সঞ্জয় লীলা বানসালির ‘লাভ অ্যান্ড ওয়ার’ এবং যশ রাজ ফিল্মসের নতুন আরেকটি সিনেমা।
মন্তব্য করুন