চিত্রনায়িকা মিষ্টি জান্নাত। ১৬ জুন মুক্তি পাবে তার অভিনীত সিনেমা ‘ফুলজান’। সেটির প্রচারে ব্যস্ত তিনি। সম্প্রতি রাজধানীর সদরঘাটে চিত্রনায়ক জায়েদের সঙ্গে দেখা গেছে তাকে। এ সময় চিত্রনায়কের সঙ্গে ছিল অনেক লোকজন। তারা সবাই স্লোগান দিচ্ছিলেন। দেখে মনে হচ্ছিল ‘শো-ডাউন’ করছিলেন। তবে কালবেলার ক্যামেরার সামনে জায়েদ খান বলেছিলেন, শো-ডাউন নয়, লোকজন তাকে পছন্দ করে বলে তার সঙ্গে জড়ো হয়েছে। জায়েদ খানের কথার সঙ্গে সুর মিলিয়ে ক্যামেরার সামনে মিষ্টি জান্নাত বলে ওঠেন, ‘জায়েদ খান এটা ডিজার্ভ করেন’।
এরপর মুঠোফোনের আলাপে মিষ্টি জান্নাত কালবেলাকে জানান, জায়েদ খানের সঙ্গে লোকজন জড়ো হবে সেটাই স্বাভাবিক। তিনি সেটা ডিজার্ভ করেন। উনি এত বছর মিডিয়াতে আছেন, ভালো ভালো কাজ করতে চেষ্টা করেছেন। হিরো আলম যদি তার পাশে লোকজন ডিজার্ভ করে, জায়েদ খানও ডিজার্ভ করতে পারেন। তিনি তো নেতাও ছিলেন, তার গুণ ছিল বলেই ছিলেন। সেটাতো সবাই হতে পারবে না।
এ দিকে জায়েদ খান কদিন পরপরই দাবি তোলেন নারীভক্তরা তাকে খুব পছন্দ করেন। মিষ্টি জান্নাত নিজেও অভিনয়শিল্পী। তিনি জায়েদ খানের ভক্ত কিনা তা জানা যায়নি। তবে তার কণ্ঠেও ছিল জায়েদ খানের গুণগান।
মন্তব্য করুন