বর্তমান সময়ের পরিচিত মুখ প্রিয়ন্তী উর্বী। বিজ্ঞাপনের মাধ্যমে মিডিয়ায় পা রাখলেও অভিনয় করছেন টেলিভিশন, ওটিটি ও বড় পর্দায়। সম্প্রতি মুক্তি পেয়েছে তার অভিনীত ওয়েব ফিল্ম `অপলাপ’।
সম্প্রতি মিডিয়া পথচলার আদ্যোপান্ত নিয়ে প্রিয়ন্তী উর্বীর কথা হয় কালবেলার সঙ্গে। কথোপকোথনে উঠে আসে ব্যাক্তিজীবনের নানা ফিরিস্তি। এই অভিনয় শিল্পী বলেন, আমার বাবার এমনি অনেক টাকা, আমার সুগার ডেডির দরকার নেই। তবে এই বিষয়ে কাউকে নিয়ে মন্তব্য করতে রাজি নন তিনি।
এক প্রশ্নের জাবাবে তিনি বলেন,`হয়তো কারো আছে আবার কারো নেই, আমি কাজ করি, বাসায় যাই, বাবা-মায়ের সঙ্গে থাকি, আমি ঘুমাই, ঘুম থেকে উঠি কাজ করি, ওয়ার্ক আউট করি, এটাই আমর লাইফ,খুবই রোবটিক লাইফ। সো ওখানে নতুন করে কেউ এসে আমাকে কিছু করবে সেটা আমি চাই না, আর কখনও ভাবিও নাই। বললাম না আমার আব্বুর অনেক টাকা, আমার কী দরকার।’
তিনি আরও বলেন, আমার তো বাড়ি গাড়ি আছে যেটা আমার আব্বুর।
কাজের মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান এই অভিনয়শিল্পী। তবে নিজের একটা প্রাইভেট জেট লাগবে তার জন্য নিজে কাজ করছেন। যদিও সব কছুই মজার ছলে বলেছেন এই অভিনয় শল্পী।
তবে জীবন সঙ্গী বাছাইয়ের ক্ষেত্রে তিনি খুব ভালো সেন্স অফ হিউমার, প্রেজেন্টেবল এবং ভদ্র মানুষ এমনটি চান। এ বিষয়ে তিনি বলেন, আমার টাকা-পয়সা বাড়ি-গাড়ি লাগবে না। আমি যদি দুই টাকা ইনকাম করি আমি সেটাতেই অনেক খুশি। তবে ভদ্র এবং ভালো মানুষ লাগবে। ছেলে বেকার হলেও সমস্যা নেই আমি আছি না।
অন্যদের মতো মিডিয়াতে আসতে পরিবারের কোন বাধার মুখে পড়তে হয়নি তাকে। কারণ তার পরিবারের অনেকে মিডিয়ার সঙ্গে জড়িত। তবে তিনি নারী প্রধান চরিত্রে অভিনয় করতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন।
মন্তব্য করুন