এবার মারা গেলেন বাংলাদেশি চলচ্চিত্র পরিচালক সোহানুর রহমান সোহান। আজ বুধবার সন্ধ্যায় নিজ বাসায় ঘুমের মধ্যে তার মৃত্যু হয়েছে।
জানা গেছে, সন্ধ্যায় ঘুম থেকে না উঠলে তাকে রাজধানীর ক্রিসেন্ট হাসপাতালে নেওয়া হয়। এরপর দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। এর আগে গতকাল মঙ্গলবার রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তার স্ত্রী মারা যান।
সোহানুর রহমান সোহান শিবলি সাদিকের সহকারী হিসেবে তার চলচ্চিত্র কর্মজীবন শুরু করেন। তার পরিচালিত প্রথম চলচ্চিত্র ‘বিশ্বাস অবিশ্বাস’ (১৯৮৮)।
এ নির্মাতার হাত ধরেই চলচ্চিত্রে আসেন সালমান শাহ, মৌসুমী, পপি ও ইরিন জামান। শাকিব খানের মুক্তি পাওয়া প্রথম ছবির পরিচালকও তিনি।
মন্তব্য করুন