

সমসাময়িক নানা ইস্যুতে সরব ঢাকাই চিত্রনায়িকা পরীমণি আবারও আলোচনার কেন্দ্রে। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া একটি সংক্ষিপ্ত কিন্তু তীক্ষ্ণ পোস্ট ঘিরে শুরু হয়েছে জোর গুঞ্জন। রাজনৈতিক বক্তব্যের ইঙ্গিতপূর্ণ শব্দচয়ন দেখে অনেকেই ধারণা করছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাম্প্রতিক এক বক্তব্য যেন গভীরভাবে নাড়া দিয়েছে এই নায়িকাকে।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় নিজের সোশ্যাল হ্যান্ডেল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে পরীমণি লেখেন, ‘আজ এ দেশের মানুষ চায়’ যখন বললেন একদম শিরদাঁড়ায় এসে বিঁধলো। কী যে এক মুগ্ধতা ছড়িয়ে পড়ল চারদিকে। শান্তি নেমে আসুক সবার জীবনে, আর কিছু চাওয়ার নেই।’
পরীমণির এই পোস্ট প্রকাশের পর নেটিজেনদের মন্তব্যও ছিল দেখার মতো। তাদের অধিকাংশই তারেক রহমানের একটি উক্তির সঙ্গে মিল পান এবং অনেকে ধরেই নেন এই নেতার কথাই তুলে ধরে নিজের অনুভূতি প্রকাশ করেছেন নায়িকা।
উল্লেখ্য, দীর্ঘ ১৭ বছর পর ঘরে ফিরলেন তারেক রহমান। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দেশে ফিরেছেন তিনি। তার ঐতিহাসিক প্রত্যাবর্তনকে কেন্দ্র করে সারা দেশে উৎসবের আমেজের পাশাপাশি তারকা অঙ্গনের অনেকেই নানা ধরনের উচ্ছ্বাস ও বার্তা দিয়েছেন। এমন সময়ে পরীমণির এই পোস্ট জন্ম দিল আলোচনার।
মন্তব্য করুন