

বাংলাদেশের জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণি—তার জন্মদিন মানেই যেন একটু অন্যরকম আয়োজন, একটু বাড়তি উচ্ছ্বাস। ২৪ অক্টোবর ছিল তার জন্মদিন। তবে এবারও তিনি বেছে নিয়েছেন ঘরোয়া, নিরিবিলি উদযাপন।
গত তিন বছর নিজের জন্মদিন তিনি পালন করছেন একান্ত পরিবারের পরিসরে, প্রিয়জনদের সঙ্গে। এবারের জন্মদিনে ছিলেন মালয়েশিয়ায়। সেখান থেকেই ছেলে পুণ্যর সঙ্গে এক ভালোবাসামাখা ছবি শেয়ার করেছেন তিনি।
ছবিতে দেখা যায়, সোনালি ঝলমলে পোশাকে মা পরীমণি, আর মায়ের কাঁধ জড়িয়ে দাঁড়িয়ে আছে ছোট্ট পুণ্য—হাসি আর ভালোবাসায় ভরপুর মুহূর্ত। এ ছবিটি প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভেসে যাচ্ছে শুভেচ্ছা আর ভালোবাসায়।
মন্তব্য করুন