

২০২৩ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা সিনেমা নির্বাচিত হয়েছে ‘সাঁতাও’। আর সেই চলচ্চিত্রে অভিনয় করে সেরা অভিনেত্রীর পুরস্কার পেতে চলেছেন দেশের জনপ্রিয় অভিনেত্রী আইনুন পুতুল।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাতে এক প্রজ্ঞাপনে ২৮টি বিভাগে ৩০ চলচ্চিত্র, শিল্পী ও কলাকুশলীর নাম ঘোষণা করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
প্রকাশিত সেই প্রজ্ঞাপন থেকে আরও জানা যায়, সুড়ঙ্গ’ সিনেমায় অভিনয়ের জন্য আফরান নিশোও পেতে চলেছেন সেরা অভিনেতার পুরস্কার।
এদিকে অন্যান্য পুরস্কারপ্রাপ্তদের মধ্যে রয়েছেন সেরা পরিচালক খন্দকার সুমন (সাঁতাও) সেরা পার্শ্ব অভিনেতা মনির আহম্মেদ শাকিল (সুড়ঙ্গ), সেরা পার্শ্ব অভিনেত্রী নাজিয়া হক অর্ষা (ওরা সাতজন), সেরা অভিনেতা/অভিনেত্রী খলচরিত্রে আশীষ খন্দকার, সেরা অভিনেতা/অভিনেত্রী কৌতুক চরিত্রে শহীদুজ্জামান সেলিম, সেরা শিশুশিল্পী মো. লিয়ন।
মন্তব্য করুন