সংগীতশিল্পী উত্তমকুমার রায়ের নতুন দুটি গান ‘আনন্দেরই দিন’ ও ‘ভালোবাসা নেই’ মুক্তি পেয়ছে। শিল্পীর নিজের কথা, সুর ও সংগীতে তৈরি হয়েছে ‘আনন্দেরই দিন’। অন্য গানটির কথা ও সুর করেছেন লিয়াকত আলী বিশ্বাস, সংগীত করেছেন এইচ আর লিটন।
দুটি গানই মিউজিক ভিডিও আকারে বেরিয়েছে শিল্পীর নিজের চ্যানেলে। উভয় গানের ভিডিওগ্রাফি করেছেন নাজিম খান। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজায় নতুন এই দুই গান শ্রোতাদের নজর কেড়েছে।
ছেলেবেলা থেকেই উত্তমের গান গাওয়ার শুরু। স্কুল থেকে বিশ্ববিদ্যালয় জীবন, সবখানেই সংগীতশিল্পী হিসেবে পেয়েছেন সম্মান ও পুরস্কার।
২০০৪ সালে উত্তমের ডেব্যু অ্যালবাম ‘হাওয়া’ ছিল আধুনিক গানের। পরের উল্লেখযোগ্য অ্যালবাম কাজী নজরুলের বাছাই করা অবিস্মরণীয় কীর্তন, ভজন, বাউল, শ্যামাবিষয়ক ৮টি ভক্তিগীতি নিয়ে ‘এলোরে শ্রী দুর্গা’। এ ছাড়া, উত্তমের আধুনিক ও নজরুলের গানের বেশকিছু মিক্সড অ্যালবাম বাজারে রয়েছে। বর্তমানে বেশকটি প্রোজেক্ট নিয়ে কাজ করছেন উত্তম। যার মধ্যে রয়েছে ফোক ফিউশন, আধুনিক, নজরুল, রবীন্দ্র ও সুফি ফিউশন।
মন্তব্য করুন