

পৃথিবীতে নিঃস্বার্থ ভালোবাসার সবচেয়ে শ্রেষ্ঠ উদাহরণ ‘মা’। এবার সেই মাকে নিয়ে ২৮ বছরে প্রথমবার গান প্রকাশ করতে যাচ্ছে দেশ-বিদেশের জনপ্রিয় রক ব্যান্ড শিরোনামহীন। আগামী ১২ নভেম্বর নিজেদের ইউটিউব চ্যানেলসহ বিশ্বের ২০০টি ডিজিটাল প্ল্যাটফর্মে গানটি প্রকাশ হবে। গানের শিরোনামও রাখা হয়েছে ‘মা’।
শিরোনামহীন এরই মধ্যে নতুন এই গানের ৪৫ সেকেন্ডের একটি টিজার তাদের অফিসিয়াল ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশ করেছে। যার লিরিক: ‘হয়তো, ওই জ্বলে থাকা তারা আমার মা, আর ওই স্নেহভরা আলো মায়ের ঠিকানা।’
নিজেদের নতুন এই গান নিয়ে দলনেতা জিয়াউর রহমান জিয়া কালবেলাকে বলেন, ‘আমাদের সবার জীবনেই মায়ের ভূমিকা অপরিসীম। পৃথিবীতে এমন কোনো মানুষ নেই, যে তার মাকে ভালোবাসে না। এই ‘মা’ টপিক নিয়ে শিরোনামহীন প্রথমবারের মতো গান করতে যাচ্ছে। এর আগে আমরা অনেক ধরনের গান দর্শকদের উপহার দিয়েছি। শ্রোতাদের থেকে অসম্ভব ভালোবাসাও পেয়েছি। তাই নতুন এই গান নিয়েও আমরা খুবই আশাবাদী। গানটি মিউজিক ভিডিও আকারে প্রকাশ হবে ১২ নভেম্বর। এতে অভিনয়ের জন্য আলাদা করে কোনো অভিনেতা ও অভিনেত্রী নেওয়া হয়নি। আমরা ব্যান্ড মেম্বাররাই থাকছি। এর শুটিং হয়েছে দেশেই। আমাদের অষ্টম অ্যালবাম ‘বাতিঘর’-এর প্রকাশ পাওয়া অন্য গানগুলোর মতো এটিও আনপ্লাগড হচ্ছে।