দিলারা হানিফ পূর্ণিমাকে আর সিনেমায় অভিনয়ে দেখা যায় না। নায়িকার ভক্তদের জন্য সুখবর হলো নতুন সিনেমা নিয়ে হাজির হচ্ছেন এই সুন্দরী।
আগামী ঈদুল ফিতরে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে পূর্ণিমার ‘আহারে জীবন’। বর্তমানে স্বামীর সঙ্গে অস্ট্রেলিয়ায় অবস্থান করছেন নায়িকা।
এ ব্যাপারে পূর্ণিমা বলেন, একটা বড় বিরতির পর আমার ‘আহারে জীবন’ মুক্তি পেতে যাচ্ছে। আগে তো বছরে অনেকগুলো সিনেমা মুক্তি পেত। এখন আর সেটা হয় না। কারণ অনেক দিন ধরেই নিয়মিত অভিনয় করছি না।
তিনি আরও বলেন, ঈদে একটা সিনেমা মুক্তি পেতে যাচ্ছে। এটি অবশ্যই আমার জন্য খুশির খবর। একজন অভিনয়শিল্পীর সিনেমা যখন প্রেক্ষাগৃহে মুক্তি পায়, অবশ্যই সেটা তার জন্য ভীষণ আনন্দের। আর সেটি যদি ঈদ উৎসবে হয়, তাহলে তো সেই আনন্দ দ্বিগুণ হয়ে যায়।
‘আহারে জীবন’ নির্মাণ করেছেন ছটকু আহমেদ। করোনাকালের কাহিনি নিয়ে সাজানো হয়েছে সিনেমার গল্প।
সিনেমায় পূর্ণিমার বিপরীতে অভিনয় করেছেন চিত্রনায়ক ও বর্তমান সাংসদ ফেরদৌস আহমেদ। এছাড়া আরও দেখা যাবে সুচরিতা, জয় চৌধুরী, মৌমিতা মৌকে। খুব
মন্তব্য করুন